২৬ আগস্ট — ভারতীয় ক্রিকেটে ‘৭+১৮’ জুটি নিয়ে উত্তেজনা কম নেই। একসময় মাঠে এই দুই জার্সির প্লেয়াররা মাতিয়ে রাখতেন। এতক্ষণে বুঝেই গেছেন, প্রথমজন মহেন্দ্র সিং ধোনি, অন্যজন বিরাট কোহলি।
ধোনি অবসর নেওয়ার পর এই জুটি ভেঙে গেছে খেলার মাঠে। কিন্তু এতদিন পর বিরাট স্মৃতির সরণি বেয়ে তিনি চলে গেলেন সেই সময়ে। যেখানে বিরাট-ধোনি জুটি মানেই ছিল ধামাকা।বৃহস্পতিবার, নিজের টুইটারে নিজেদের পুরনো একটি ছবি পোস্ট করে কোহলি লেখেন, ‘এই ব্যক্তির বিশ্বস্ত সহকারি হওয়াটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের।আমাদের অংশীদারিত্ব সবসময় আমার কাছে বিশেষ হয়ে থাকবে।’ তার পরই তিনি লেখেন, ‘৭+১৮’!
Advertisement
Advertisement
Advertisement



