আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ বিরাট কোহলির।

Written by SNS August 19, 2023 10:37 am

ভারত:- আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ বিরাট কোহলির। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা। মাঠে ও মাঠের বাইরে জনপ্রিয়তার বিচারেও বাকিদের পিছনে ফেলে দিয়েছেন বিরাট। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি। সূত্রের খবর, ঠিক ১৫ বছর আগে এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। ২০০৮ সালের ১৮ই আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলেন বিরাট কোহলি। সেই থেকে টানা ১৫ বছর ধরে ভারতীয় দলের প্রধান ভরসা এই বব্যাটসম্যান। ২০০৮ সাল থেকে ভারতীয় দলের হয়ে খেলছেন বিরাট কোহলি। এবং এখনও একইরকম ফিটনেস ধরে রেখেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সুখকর হয়নি, তবে পরের ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখান বিরাট কোহলি। জানা গিয়েছে, কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচে মাত্র ১২ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। তবে এই ধাক্কা কাটিয়ে সেই সিরিজে তিনি চতুর্থ সর্বাধিক রান করেন। এরপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতীয় দলের হয়ে ৩ ফর্ম্যাট মিলিয়ে ২৫,৫৮২ রান করে ফেলেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি শতরানের রেকর্ড তাড়া করছেন বিরাট কোহলি। এশিয়া কাপেই তিনি নতুন রেকর্ড গড়তে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাট মিলিয়ে ১৩১টি অর্ধশতরান বিরাট কোহলির। টেস্ট, ওডিআই, টি-২০ মিলিয়ে ৭৬টি শতরান করেছেন বিরাট কোহলি। তিনি ১৬ বার ১৫০ বার তার বেশি রান করেছেন। ৭ বার দ্বিশতরান করেছেন। ৬৩ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ১৫ বছর ধরে খেলার পরেও তাঁর রান ও জয়ের একইরকম আছে। আইসিসি টুর্নামেন্টেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। তিনি ২৫ বার ৫০-এর বেশি রান করেছেন। আইসিসি টুর্নামেন্টে ১০ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন, ২ বার টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় ৩ বছর পর প্রথম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান বিরাট কোহলি। ২০১১ সালের ২০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান বিরাট কোহলি। এখনও পর্যন্ত ১১১টি টেস্ট ম্যাচ খেলে ৮,৬৭৬ রান করেছেন এই তারকা।মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দলের হয়ে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন বিরাট কোহলি। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ইনিংসই সেরা। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।