শিশুদের স্যান্টা সাজানো নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ভিএইচপির স্কুলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল  

Written by SNS December 25, 2022 3:40 pm
দিল্লি, ২৫ ডিসেম্বর–  শুধু খ্রিষ্ট ধর্মাবলম্বীরাই নন, ২৫ ডেসিম্ভারের উৎসবের আমেজে মেতেছেন অন্য ধর্মের মানুষও। লাল-সাদা স্যান্টা টুপি-পোশাকে স্যান্টাক্লজ সেজে রাস্তায় বেরিয়ে পড়েছেন অনেকেই। আর তাতেই আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের। হিন্দু শিশুদের স্যান্টা সাজানো আসলে নাকি হিন্দু সংস্কৃতির উপর আঘাত। এমনটাই দাবি করে মধ্যপ্রদেশের স্কুলগুলির প্রিন্সিপ্যালদের চিঠি লিখল হিন্দুত্ববাদী সংগঠনটি।অনেক স্কুলেই বড়দিন উদযাপনের অংশ হিসেবে পড়ুয়াদের স্যান্টাক্লজের পোশাকে সাজিয়ে তোলা হয়। তাতেই আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের। সূত্রের খবর, ভোপালের সমস্ত স্কুলের প্রিন্সিপ্যালদের চিঠি পাঠিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মধ্যপ্রদেশ শাখা। তাদের দাবি, হিন্দু ধর্মাবলম্বী শিশুদের স্যান্টাক্লজ সাজানো যাবে না। ‘এটা আমাদের হিন্দু সংস্কৃতির উপর আঘাত। হিন্দু শিশুদের খ্রিষ্টধর্মে দীক্ষিত করার চক্রান্ত এটা,’ চিঠিতে দাবি করেছে সংগঠনটি।

নন-মিশনারি স্কুলগুলিতে বড়দিন উদযাপন নিয়েও প্রশ্ন তুলেছে তারা। তাদের দাবি, এভাবে আসলে স্কুলগুলি খ্রিষ্টধর্ম প্রচার করছে। ‘আমাদের হিন্দু শিশুরা রাম সাজবে, কৃষ্ণ সাজবে, বুদ্ধ, গৌতম, মহাবীর, গুরু গোবিন্দ সিং সাজবে। মহৎ মানুষ সাজবে, বিপ্লবী সাজবে। কিন্তু স্যান্টা সাজবে না,’ জানিয়েছে তারা।