নন-মিশনারি স্কুলগুলিতে বড়দিন উদযাপন নিয়েও প্রশ্ন তুলেছে তারা। তাদের দাবি, এভাবে আসলে স্কুলগুলি খ্রিষ্টধর্ম প্রচার করছে। ‘আমাদের হিন্দু শিশুরা রাম সাজবে, কৃষ্ণ সাজবে, বুদ্ধ, গৌতম, মহাবীর, গুরু গোবিন্দ সিং সাজবে। মহৎ মানুষ সাজবে, বিপ্লবী সাজবে। কিন্তু স্যান্টা সাজবে না,’ জানিয়েছে তারা।
Advertisement
Advertisement
Advertisement



