এদিন সকাল ১১ এগারোটায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২১০ টাকা। যদিও ১ কেজি রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি .
বুধবার কলকাতার বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়ে দাঁড়ায় ৫৬, ৭০০ টাকায়। জিএসটি সহ ৫৮, ৪০১ টাকা।
Advertisement
বিয়ের মরশুমে সোনালী ধাতুর উর্ধমুখী দামে মাথায় হাত সাধারণ মধ্যবিত্তের। উদ্বিগ্ন গয়না ব্যবসায়ীরাও। কারণ সাধারণ ক্রেতাদের বিক্রীবাটার ওপরই দাঁড়িয়ে আছে তাঁদের ব্যবসা।
Advertisement
আগামী দিনে আরো বাড়তে পারে সোনার দাম এমনটাই আশঙ্কা ব্যবসায়ী মহলে। মূল্যবৃদ্ধি, সুদ বৃদ্ধি , জ্বালানির দাম, covid , এই সব কিছুরই প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ফলে বিশ্বের বাজারেও ক্রমশ বড়বাড়ছে সোনার দাম।
Advertisement



