ডেস্টিনেশন ম্যারেজকে পর্যটন শিল্পের উন্নতিতে কাজে লাগান : মোদী 

Written by SNS March 4, 2023 3:12 pm

দিল্লি, ৪ মার্চ — এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনায় ডেস্টিনেশন ম্যারেজ ঘিরে পর্যটন শিল্পের বিকাশ।  শুক্রবার এক ওয়েবিনারে অন্য রাজ্যে গিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার আর্জি জানান। এই ধরনের অনুষ্ঠান জনপ্রিয় করে তুলতে পারলে দেশের পর্যটন বাণিজ্যের বিকাশ ঘটবে, এমনই মত প্রধানমন্ত্রীর।

 মোদী বলেন, পর্যটন শিল্পকে আরও পৌঁছতে গেলে আমাদের নতুন পথের সন্ধান করতে হবে। অনেকেই ইদানীং গন্তব্য বিবাহের জন্য বিদেশে যান। ভারতের রাজ্যগুলি কি গন্তব্য বিবাহের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে না? আমি মনে করি, আমাদের দেশে এমন পরিবেশ তৈরি হওয়া উচিত যখন গুজরাতের জনগণ তামিলনাড়ুতে গিয়ে সেখানকার সংস্কৃতি অনুসারে বিয়ে করতে উদ্যোগী হবে। ধরা যাক, কারও যদি দু’টি সন্তান থাকে, তা হলে তার দুই সন্তানকে আলাদা রাজ্যে গিয়ে বিয়ে দেওয়ার কথাও ভাবতে পারেন মানুষ। যেমন এক জনের বিয়ে হোক অসমিয়া সংস্কৃতি অনুযায়ী এবং অন্য জনের পঞ্জাবি রীতিনীতি মেনে।’’

মোদী একাধিকবার তাঁর ভাষণে ডেস্টিনেশন ওয়েডিং এর বিষয়টি উল্লেখ করেছেন। মোদী বলেন, “আমাদের দেশের উচ্চবিত্ত মানুষজনের মধ্যে বেশ কয়েক বছর ধরেই বিদেশে গিয়ে বিয়ে করার চল। তবে এখন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তওরাও বিদেশে যাচ্ছেন বিয়ে সারতে। আমরা কিন্তু এখনও এই দিকে কাজ করছি না। কয়েকটি জায়গায় অবশ্য এই নিয়ে টুকটাক কাজ চলছে। তবে আমাদের ভাবনা আরও বড় করতে হবে।’’