কোচবিহার,৩সেপ্টেম্বর — ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিরহাট থানার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর গ্রামের। ভোটার ফল প্রকাশের পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন রামপুরের বিজেপি কর্মী রাখাল দাস। তবে শুক্রবার বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, তাঁর বাড়ি ফেরার খবর পেতেই চড়াও হয় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। সবাই মিলে চড়াও হয় রাখাল দাস এর ওপর, চলে অকথ্য ভাষায় গালিগালাজ। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন স্ত্রী রুমা দাস। রাখালের পরিবার সূত্রে খবর, গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হবে বক্সিরহাট থানায়। যদিও ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ি পুলিশ।
Advertisement
Advertisement



