ভারত-পাক ম্যাচে ভিড় সামলাতে বন্দে ভারত সহ দুটি বিশেষ ট্রেন

Written by Sunita Das October 11, 2023 5:43 pm

আহমেদাবাদ, ১১ অক্টোবর– বিশ্বকাপে ভারতের মুখোমুখি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান৷ সাত বছর পর ভারতে খেলতে আসছে প্রতিবেশী দেশ৷ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই মেগা ম্যাচের সব টিকিট৷ এই ভিড় সামলাতে এবার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে পশ্চিম রেল৷ জানা গিয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দুটি বিশেষ ট্রেন চালানো হবে৷ তার মধ্যে রয়েছে একটি বন্দে ভারত এক্সপ্রেসও৷ প্রসঙ্গত, ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও পাকিস্তান৷
পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, ম্যাচের আগেই ভক্তরা যেন আহমেদাবাদ পৌঁছে যেতে পারেন সেই জন্যই এই দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ তার মধ্যে রয়েছে একটি এসি ট্রেন৷ ম্যাচের আগের দিন অর্থাৎ ১৩ অক্টোবর রাত দশটা নাগাদ মুম্বই থেকে ছাড়বে এই ট্রেন৷ পরের দিন সকাল ৬টার সময়ে আহমেদাবাদে পৌঁছে যাবেন ভক্তরা৷
এছাড়াও ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বন্দে ভারত এক্সপ্রেসেরও ব্যবস্থা থাকবে৷ ম্যাচের দিন সকালে অর্থাৎ ১৪ অক্টোবর সকালে মুম্বই থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস৷ দুপুর দুটোর সময়ে খেলা শুরুর আগেই আহমেদাবাদ পৌঁছে যাবে ট্রেনটি৷ সুরাট, ভদোদরা, আনন্দ ও ভারুচে ট্রেনগুলো থামবে বলেই জানিয়েছে পশ্চিম রেল৷ এই প্রথমবার কোনও খেলার জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে রেল কর্তৃপক্ষ৷
অন্যদিকে, ভারত বনাম পাকিস্তা মেগা ম্যাচের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে৷ নিরাপত্তার চাদরে মুডে় ফেলা হচ্ছে আহমেদাবাদ শহরকে৷ মোতায়েন করা হচ্ছে প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী৷ ৭ হাজারের বেশি পুলিশকর্মীর সঙ্গে প্রায় চার হাজার হোমগার্ড মোতায়েন করা হচ্ছে৷ ম্যাচের নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল৷