• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

মালদহে তৃণমূল নেতা খুন 

মালদহ , ১৭ জুন – পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। আবার খুন হলেন এক তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল মালদহ। শনিবার দুপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ।  কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে। ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কে দেহ রেখে রাস্তা অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা।  অন্যদিকে পঞ্চায়েত ভোটের পরিপ্রেক্ষিতে দলীয় কর্মসূচি সেরে

মালদহ , ১৭ জুন – পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। আবার খুন হলেন এক তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল মালদহ। শনিবার দুপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ।  কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে। ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কে দেহ রেখে রাস্তা অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা।

 অন্যদিকে পঞ্চায়েত ভোটের পরিপ্রেক্ষিতে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় উত্তর ২৪ পরগনায় এক তৃণমূল নেতা আক্রান্ত হন। তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। ধ্বস্তাধ্বস্তিতে জখম হন আক্রান্ত তৃণমূল নেতা ।