• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

‘ঠুমকা’ কটাক্ষে গিরিরাজের বিরুদ্ধে তীব্র ধিক্কার, তৃণমূলের মহিলা ব্রিগেডের ধরনা সংসদে

দিল্লি, ৭ ডিসেম্বর– ফের কুকথার জেরে খবরের শিরোনামে বিজেপি নেতা৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-য়ের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেতারা৷ কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন খান, সোনাক্ষী সিনহার সঙ্গে নাচে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই নাচ নিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তিনি বলেন,

দিল্লি, ৭ ডিসেম্বর– ফের কুকথার জেরে খবরের শিরোনামে বিজেপি নেতা৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-য়ের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেতারা৷ কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন খান, সোনাক্ষী সিনহার সঙ্গে নাচে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই নাচ নিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ঠুমকা লাগাচ্ছেন’৷
কেন্দ্রীয় মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার সংসদে প্রতিবাদ ধরনায় বসেন তৃণমূল মহিলা সাংসদরা৷ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে ধর্নায় বসল বাংলার শাসকদল তৃণমূল৷ বৃহস্পতিবার সংসদ চত্বরে বাংলার তৃণমূলের মহিলা সাংসদদের দেখা গিয়েছে প্ল্যাকার্ড হাতে গান্ধিমূর্তির পাদদেশে দাঁডি়য়ে গিরিরাজের বিরুদ্ধে স্লোগান দিতে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য গিরিরাজকে সংসদ থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবিও তুলেছেন তাঁরা৷ গিরিরাজের মন্তব্যের বিরুদ্ধে ধর্নায় অংশ নেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মৌসম বেনজির নূর, মালা রায়, অপরূপা পোদ্দার এবং প্রতিমা মণ্ডল৷ একই সময়ে তৃণমূল তাঁদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানায় এই ধর্না অবস্থানের কথা৷ সঙ্গে লেখা হয়েছে, ‘বিজেপির নেতা-মন্ত্রীদের কাছ থেকে নারীবিদ্বেষী মন্তব্য এই প্রথম শোনা গেল তা নয়৷ তাঁদের প্রায়শই এ ধরনের নারী-বিরোধী মন্তব্য করতে শোনা যায়৷ তার কারণ হিসাবে তৃণমূল লিখেছে, ‘‘আসলে বিজেপি হল এমন একটি দল, যার নেতাদের বিরুদ্ধে প্রায়ই হেনস্থার অভিযোগ ওঠে৷ যে দলের নেতা, দেশের মহিলা খেলোয়ারদের যৌন হেনস্থা করেন, সেই দলের মন্ত্রী শেখাচ্ছেন এক জন মহিলার কী করা উচিত আর কী করা উচিত নয়৷’
এই বির্তকের শুরু বুধবার৷ এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে  বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আজকাল  মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় অন্য গ্রহে বাস করছেন৷ গোটা বাংলা দুর্নীতিতে ডুবে৷ গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে৷ আর উনি ফিল্ম ফেস্টিভালে সলমন খানের সঙ্গে ঠুমকা লাগাচ্ছেন৷ এটা দুর্ভাগ্যজনক৷ যে রাজ্যে গরিবদের লুঠ করা হচ্ছে, দুর্নীতিতে ভরে গিয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসব করছেন, ঠুমকা লাগাচ্ছেন, এটা উচিত নয়৷’ শুধু তা-ই নয়, মন্ত্রীর এই মন্তব্যের একটি ভিডিও দেখা গিয়েছে, সেখানে মমতাকে আক্রমণ করতে গিয়ে নিজের শরীরও দোলাচ্ছেন গিরিরাজ৷
যদিও এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই নিজের বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুলে গিরিরাজ সিং দাবি করেন, তিনি কখনওই ‘ঠুমকা’ শব্দ ব্যবহার করেননি৷ জশন (উৎসব) শব্দ ব্যবহার করেছিলেন৷ এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস৷ সংসদেই এর প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ  শান্তনু সেন৷ তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের মন্তব্য করে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকেই নয়, গোটা নারী সমাজকে অপমান করেছেন৷ গিরিরাজ সিংয়ের এই অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ সংসদে গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসবেন তৃণমূলের মহিলা সাংসদরা৷ সকাল সাডে় ১০টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হবে৷এর পাশাপাশি তৃণমূলের গোয়া ইউনিটও সকাল সাডে় ১১টায় গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য নিয়ে সাংবাদিক বৈঠক করবে৷ দুপুর ৩টের সময় কলকাতার হাজরা মোডে় মহিলা তৃণণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাবেন৷ চন্দ্রিমা ভট্টাচার্য এবং মালা রায়ের নেতৃত্বে এই প্রতিবাদ সভা করেন৷