• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

১৪ দিনের শিশুর গর্ভে আরও তিনটি ভ্রূণ

ভোপাল, ১১ এপ্রিল– ৫ লক্ষ শিশুদের মধ্যে এক জনের হয় এই ঘটনা। তার বয়েস মাত্র ১৪ দিন। এই শিশুই নাকি অন্তঃসত্ত্বা। অস্ত্রোপচার করে শিশুটির গর্ভ থেকে তিনটি ভ্রূণ পাওয়ার পর হতবাক হয়ে যান চিকিৎসকরাও। ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর। বারাণসীর সুন্দরলাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ কেজি ৩০০ গ্রাম। কিন্তু অস্ত্রোপচার করে ভ্রূণ বার করার

ভোপাল, ১১ এপ্রিল– ৫ লক্ষ শিশুদের মধ্যে এক জনের হয় এই ঘটনা। তার বয়েস মাত্র ১৪ দিন। এই শিশুই নাকি অন্তঃসত্ত্বা। অস্ত্রোপচার করে শিশুটির গর্ভ থেকে তিনটি ভ্রূণ পাওয়ার পর হতবাক হয়ে যান চিকিৎসকরাও। ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর।

বারাণসীর সুন্দরলাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ কেজি ৩০০ গ্রাম। কিন্তু অস্ত্রোপচার করে ভ্রূণ বার করার পর শিশুর ওজন হয় ২ কেজি ৮০০ গ্রাম। এক সংবাদ সংস্থাকে হাসপাতালের চিকিৎসক শোত কচ্ছপ জানিয়েছেন, দিন কয়েক আগে মউ জেলার এক দম্পতি তাঁদের ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যায় ভুগছিল।

চিকিৎসক জানান, কী থেকে সমস্যা হচ্ছে তা দেখার জন্য আলট্রাসাউন্ড করানো হয় শিশুটির। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, আলাদা আলাদা অবস্থায় ভ্রূণগুলি পাওয়া গিয়েছে। তাঁদের কথায়, “এই ভ্রূণগুলি শিশুটির মায়ের থেকেই এসেছে। বিকশিত না হওয়া ভ্রূণগুলি শিশুর পেটে চলে যায়। এই ধরনের ঘটনা খুবই বিরল।