এবার রাজ্যে বিদ্যুতের ভোল্টেজ নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন যোগী সরকার।

Written by SNS November 22, 2023 10:59 am

উত্তরপ্রদেশ:- শিল্পস্থাপনে যে বিদ্যুতেরও নিরবিচ্ছিন্ন যোগান প্রয়োজন, সেকারণে তিনি রাজ্যে বিদ্যুৎ নিয়ে এবার তৎপর হয়েছেন। দীপাবলির সময় যোগী কড়া নির্দেশ দিয়েছিলেন যে কোনও ভাবেই যেন লোডসেডিং না হয়। সেই সঙ্গে গরমেরও সময়ও বিদ্যুৎ দফতরকে একই নির্দেশ দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, রাজ্যে বিদ্যুতের ভোল্টেজ নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন তিনি। শিল্প টানতে হলে রাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য অত্যন্ত জরুরি যে তিনটি ক্ষেত্র তার একটি হল বিদ্যুৎ। বিদ্যুতের নিরবিচ্ছিন্ন যোগান শিল্পস্থাপনের জন্য অত্যন্ত জরুরি। সেকথা মাথায় রেখেই যোগী সরকার রাজ্যের বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে জোর দিয়েছেন। সূত্রের খবর জানা গিয়েছে, যোগী সরকার ১৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করতে চলেছেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে তার অনুমোদনও দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের শোনভদ্র জেলায় অপরা ই-তে তৈরি করা হবে সেই বিদ্যুৎউৎপাদন কেন্দ্র। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করবে এনপিটিসিও। জানা গিয়েছে, প্রকল্পটি রূপায়ণে ১৮,৬২৪ কোটি টাকা লাগবে। অনপরা এ-বি-সি এবং ডি ইতিমধ্যেই কাজ করছে। সি ইউনিয়ে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ উৎপাদন যাতে কোনও ঘাটতি না তাকে সেকারণেই এই নতুন প্রকল্পটি শুরু করা হচ্ছে বলে জানিয়েছে যোগী সরকার।