এবার মহিলাদের বক্সিংয়ের ফাইনালে উঠে সোনা জয়ের প্রত্যাশা বাড়ালেন লাভলিনা।

Written by SNS October 4, 2023 10:38 am

ভারত:- এবার মহিলাদের বক্সিংয়ের ফাইনালে উঠে সোনা জয়ের প্রত্যাশা বাড়ালেন লাভলিনা বরগোঁহাই। সেই সঙ্গে পেয়ে গেলেন প্যারিস অলিম্পিক্সে নামার ছাড়পত্রও। সূত্রের খবর, জানা এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের অন্যতম পতাকাবাহক ছিলেন লাভলিনা। মহিলাদের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনাল জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। তবে অপর বক্সার প্রীতিকে সন্তুষ্ট থাকতে হলো ব্রোঞ্জ জিতেই। এশিয়ান গেমস থেকে নিখাত জারিনও প্যারিস অলিম্পিক্সের টিকিট পেয়েছেন। তিনি এবার এশিয়াড থেকে ব্রোঞ্জ জিতেছেন। তবে সোনা জয়ের লক্ষ্যেই এবার রিংয়ে নামবেন লাভলিনা। নিজের বিভাগের ফাইনালে উঠতেই অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র পান টোকিও অলিম্পিক গেমসে পদকজয়ী লাভলিনা। সূত্রের খবর, বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন লাভলিনা এশিয়ান গেমসের সেমিফাইনালে সর্বসম্মত সিদ্ধান্তে পরাস্ত করলেন তাইল্যান্ডের বাইসন মানিকনকে। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের আক্রমণকে দারুণ দক্ষতার সঙ্গে সামলেছেন লাভলিনা। বাউট চলাকালীন নিজের রক্ষণও দারুণ জমাট রেখেছিলেন তিনি। জানা গিয়েছে, নিখাত জারিন, প্রীতি পাওয়ার, পরভীন হুডার পর লাভলিনা অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র আদায় করলেন। ১৯ বছরের প্রীতি এশিয়াডে নেমেছিলেন ৫৪ কেজি বিভাগে। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন চিনের চ্যাং ইউয়ান, যিনি আবার এই বিভাগের চ্যাম্পিয়ন। তিনি প্রীতিকে হারিয়ে দিয়েছেন সর্বসম্মত সিদ্ধান্তে। প্রথম এশিয়াড থেকে তাই ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হলো প্রীতিকে।