এবার পুজোয় বাঙালীর রসনা তৃপ্তি পদ্মার ইলিশ দিয়ে 

Written by SNS September 6, 2022 1:56 pm

হাওড়া,৬সেপ্টেম্বর — অবশেষে পুজোর উপহার হিসাবে ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে মঙ্গলবার এসে পৌঁছল পদ্মার ইলিশ।গত তিন বছরের মতো এ বছরেও দুর্গা পুজোর আগে ইলিশ রফতানিতে সম্মতি দেয় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চলাকালীন এপার বাংলায় ইলিশ আসায় দু’দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।হাওড়ার পাইকারি বাজারে পদ্মার দাম ৯০০ থেকে ১০০০ টাকা কেজি হলেও  ইলিশ খাওয়া থেকে বাঙালি পিছপা হতে রাজি নয়।হাওড়া মাছ বাজারে এল সাড়ে ছয় মেট্রিক টন ইলিশ। এখন থেকে প্রতিদিনই এই পরিমাণ বা আরও বেশি পরিমাণ মাছ ঢুকবে।