• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

শারীরিক সম্পর্ক এড়াতে কুয়োতে ঝাঁপ তরুণীর, তুলে খুন করলেন স্বামী

রায়পুর,১৯ এপ্রিল– স্ত্রীর জীবন বাঁচিয়ে তারপর তাকে খুন করলেন স্বামী। কারণ শারীরিক সম্পর্কে রাজি ছিলেন না স্ত্রী।চমকে দেওয়া ঘটনা ছত্তিশগড়ের । রাতে স্বামী-স্ত্রী দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। বিছানায় যাওয়ার পর শারীরিক সম্পর্কে আপত্তি করেন স্ত্রী৷ এই নিয়ে তুমুল ঝগড়ার মধ্যেই কুয়োয় ঝাঁপ দেন তরুণী। কুয়োয় নেমে তাঁকে উদ্ধার করেন স্বামী। যদিও ফের বিবাদ শুরু হয়

রায়পুর,১৯ এপ্রিল– স্ত্রীর জীবন বাঁচিয়ে তারপর তাকে খুন করলেন স্বামী। কারণ শারীরিক সম্পর্কে রাজি ছিলেন না স্ত্রী।চমকে দেওয়া ঘটনা ছত্তিশগড়ের । রাতে স্বামী-স্ত্রী দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। বিছানায় যাওয়ার পর শারীরিক সম্পর্কে আপত্তি করেন স্ত্রী৷ এই নিয়ে তুমুল ঝগড়ার মধ্যেই কুয়োয় ঝাঁপ দেন তরুণী। কুয়োয় নেমে তাঁকে উদ্ধার করেন স্বামী। যদিও ফের বিবাদ শুরু হয় উভয়ের মধ্যে। এরপরেই স্বামীর হাতে খুন হন তরুণী! অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আসা বাঈ। তাঁকে খুনে অভিযুক্ত স্বামী শংকর রাম। ছত্তিশগড়ের জশপুরের ঘটনা। 

পুলিশ জানিয়েছে, পালানোর চেষ্টা না করে গোটা রাত আশার মৃতদেহের পাশেই বসেছিলেন শংকর। সকালে খুনের খবর পায় স্থানীয় থানা।

Advertisement

Advertisement

Advertisement