• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

আবারও আসতে চলেছে জলি এলএলবি-র তৃতীয় সিক্যুয়েল।

মুম্বাই:- শীঘ্রই পরিচালক সুভাষ কাপুরের জনপ্রিয় সিনেমা জলি এলএলবি-র তৃতীয় সিক্যুয়েলের কাজ শুরু হতে চলেছে। এই ছবিতে আবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে। অত্যন্ত বাস্তবসম্মত হিসেবে জনপ্রিয় হয়েছিল ‘জলি এলএলবি’ এবং ‘জলি এলএলবি ২’। এবার ‘জলি এলএলবি ৩’ নিয়েও দর্শকমহলে একই আশা থাকছে। সূত্রের খবর, জানা গিয়েছে, অক্ষয়

মুম্বাই:- শীঘ্রই পরিচালক সুভাষ কাপুরের জনপ্রিয় সিনেমা জলি এলএলবি-র তৃতীয় সিক্যুয়েলের কাজ শুরু হতে চলেছে। এই ছবিতে আবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে। অত্যন্ত বাস্তবসম্মত হিসেবে জনপ্রিয় হয়েছিল ‘জলি এলএলবি’ এবং ‘জলি এলএলবি ২’। এবার ‘জলি এলএলবি ৩’ নিয়েও দর্শকমহলে একই আশা থাকছে। সূত্রের খবর, জানা গিয়েছে, অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জলি এলএলবি 3-এর শুটিং শুরু করবেন। জানা গেছে, সুভাষ কাপুর চিত্রনাট্যটি সম্পূর্ণ করেছেন এবং এই বছরের শেষের দিকে প্রি-প্রোডাকশন শুরু করবেন। তৃতীয় কিস্তিতে ভালো এবং খারাপের মধ্যে একটা দ্বন্দ্ব দেখানো হবে আদালতের অন্দরের প্রেক্ষাপটে। এর আগের সিনেমাগুলির মতো, জলি এলএলবি 3-ও হাস্যরস, রহস্য ও বিতর্কের জন্য একটি প্রাসঙ্গিক সামাজিক সমস্যার নিখুঁত মিশ্রণের ড্রামা দেখাবে। বাঙালি অভিনেতা সৌরভ শুক্লা, যিনি আগের সিনেমাগুলিতে বিচারক ত্রিপাঠির চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি এবারেও আসন্ন ছবিতে থাকবেন বলে সূত্রে খবর। জলি এলএলবি 3-এর কাজ আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের শেষের দিকে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এই সিনেমাটির আগে, অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি পরিচালক ফিরোজ নাদিয়াদওয়ালার ওয়েলকাম 3 সিনেমায় যৌথভাবে কাজ করবেন। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি সিনেমার তৃতীয় সিক্যুয়েলে নতুন মুখ আনা হচ্ছে। অক্ষয়, আরশাদ, সঞ্জয় দত্ত , সুনীল শেট্টি , পরেশ রাওয়াল, রবিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং দিশা পাটানির মতো অভিনেতা শক্তিশালী দল আসন্ন ছবিটিতে কাজ করবে। নতুন সিক্যুয়েলের নাম হবে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই অ্যাডভেঞ্চার কমেডিতে ২০২৩ সালের নভেম্বর মাসে কাজ শুরু হবে এবং ২০২৪ সালের বড়দিনের সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।