দিল্লি, ১৭ অক্টোবর – লেনদেন এবং পলিসি সংক্রান্ত একাধিক নিয়ম না মানার কারণে আইসিআইসিআই-সহ দুটি ব্যাঙ্ককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আইসিআইসিআই ছাড়া জরিমানা করা হয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে। এদিন রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। মূলত প্রতারকদের শনাক্ত করতে না পারা, এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করায় এই জরিমানা করা হয়েছে। আরেক বেসরকারি সংস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা। কোটাক মাহিন্দ্রার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য জরিমানা দিতে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে।
Advertisement
Advertisement
Advertisement



