• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

পিছিয়ে যেতে পারে শাহরুখ খানের ‘ডানকি’ ছবির মুক্তির দিন।

মুম্বাই:- এই বছরে দুটি ধামাকা দিয়েছেন শাহরুখ  খান। বছরের শুরুতে মুক্তি পেয়েছে পাঠান। সে সময় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ছবিটি। ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরে মুক্তি পায় জওয়ান। ছবি মুক্তির এক মাস পার হলেও এখনও রেকর্ড গড়ে চলেছে ছবিটি। এরই মাঝে এসেছিল নতুন ছবির খবর। সূত্রের খবর, আগে জানা গিয়েছিল, ডানকি মুক্তি

মুম্বাই:- এই বছরে দুটি ধামাকা দিয়েছেন শাহরুখ  খান। বছরের শুরুতে মুক্তি পেয়েছে পাঠান। সে সময় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ছবিটি। ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরে মুক্তি পায় জওয়ান। ছবি মুক্তির এক মাস পার হলেও এখনও রেকর্ড গড়ে চলেছে ছবিটি। এরই মাঝে এসেছিল নতুন ছবির খবর। সূত্রের খবর, আগে জানা গিয়েছিল, ডানকি মুক্তি পাবে ২২ ডিসেম্বর মাসে। সালার ছবির মুক্তির দিনই মুক্তি পাওয়ার কথা ছিল ডানকি ছবির। এক সঙ্গে বক্স অফিসে পা রাখার কথা প্রভাস ও শাহরুখ। কিন্তু, শোনা যাচ্ছে, পিছিয়ে যেতে পারে ডানকি ছবি মুক্তির দিন। ২০২৪ সালে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ডানকি। তবে, এখনও এই বিষয় নিশ্চিত খবর মেলেনি। সূত্রের খবর, শোনা যাচ্ছে, পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির দিন। তবে, শেষ পর্যন্ত কবে মুক্তি পাবে ছবিটি তা এখনও জানা যায়নি। ৫০০ কোটি বাজেটের এই ছবি। রাজকুমার হিরানির পরিচালনায় এবার বক্স অফিসে পা দেবেন শাহরুখ খান। এই ছবি দিয়ে তৃতীয়বার বক্স অফিসে পা রাখার কথা ছিল শাহরুখের। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অভিজাত জোশি। সাধারণ মানুষের গল্প রয়েছে ছবিতে। সূত্রের খবর, জানা গিয়েছে, কমেডি জ্যঁরের ছবি এটি। ছবিতে আবেগ ও কমেডি রয়েছে। ছবিতে শাহরুখ ছাড়াও থাকছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোম্যান ইরানির মতো সেলিব্রিটিরা।