নতুন সংসদ ভবনের উদ্বোধনে বিভিন্ন দলের উপস্থিতি নিয়ে চাপান-উতোর 

Written by SNS May 25, 2023 3:29 pm

কলকাতা , ২৫ মে – আগামী রবিবার, ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবনের উদ্বোধন।এই ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। জাতীয় রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে আলোচ্য বিষয় রবিবারের এই সরকারি কর্মসূচি। ২০টি বিরোধী দল ঘোষণা করেছে তারা রবিবারের অনুষ্ঠানে থাকবে না। বিপরীতে ১৯টি দল জানিয়েছে তারা ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

প্রধান বিরোধী দলগুলির বেশিরভাগই রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকছে না। তাদের বক্তব্য, নতুন  সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির। কারণ, রাষ্ট্রপতিই সংসদের প্রধান। কোনও কক্ষের সদস্য না হয়েও সংসদের শীর্ষে রাষ্ট্রপতিই ।

যে দল গুলি এই কর্মসূচি বয়কট করেছে তাদের মধ্যে কংগ্রেস ছাড়াও আছে তৃণমূল, সব বাম দল, আপ,  ডিএমকে, এসপি, আরজেডি, জেডিইউ ইত্যাদি। বুধবার সকালে ১৯ দলের তরফে যৌথ বিবৃতি দিয়ে রবিবারের অনুষ্ঠান বয়কটের কথা জানানো হয়। পরে তেলেঙ্গানার শাসক দল ভারত রাষ্ট্র সমিতিও বয়কটের সিদ্ধান্ত জানায়। জানা যায় তারা কংগ্রেসের সঙ্গে যৌথ বিবৃতিতে সই করতে রাজি হয়নি। কারণ তেলেঙ্গানায় বিধানসভা ভোটে বিআরএসের অন্যতম প্রতিপক্ষ কংগ্রেস।

অন্যদিকে, রবিবারের অনুষ্ঠানে যে ১৯ টি দল যোগ দেবে, তাতে রয়েছে ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টি, তামিলনাড়ুর এআইএডিএমকে ও পাঞ্জাবের অকালি দল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা। এই দলগুলি  সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছে।  মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি-ও রবিবার প্রতিনিধি পাঠানোর কথা জানিয়ে দিয়েছেন।

২০১৯-এর লোকসভা ভোটের আগে ‘বিরোধী ঐক্য’ গড়ে তুলতে টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ড়ুর দলের উপস্থিতি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন  প্রয়াত রামবিলাস পাসোয়ানের সাংসদ-পুত্র চিরাগ পাসোয়ানও।

রবিবারের অনুষ্ঠানে বাকি যে দলগুলিকে অনুষ্ঠানে দেখা যাবে সেগুলি বিভিন্ন রাজ্যের ছোট ছোট দল। বেশিরভাগ দলেরই লোকসভায় একজন বা দু’জন সাংসদ আছে। 

বিজেপির সহযোগী দলগুলির মধ্যে থাকছে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, আরপিআইএ, আপনা দল (এস) । উদ্বোধনে থাকবে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালার জেজেপি, তামিলনাড়ুর এডিএমকে, ঝাড়খণ্ডের  সুদেশ মাহাতোর আজসু। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের সিকিম ক্রান্তিকারি মোর্চা, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্টকেও রবিবার সংসদ ভবনের উদ্বোধনে দেখা যেতে পারে ।