• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

নতুন ছবির গল্প বললেন কবি

কলকাতা, ২জানুয়ারী – তিনি ফিল্ম পরিচালনায় হাত দিতে চলেছেন, যখন জানা গিয়েছিল, পাঠক ও দর্শকমহলে আলোড়ন সৃষ্টি হয়েছিল। নতুন বছরের দোরগোড়ায়, ৬ জানুয়ারি তাঁর পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর মুক্তি। তার আগেই বর্ষশেষের সন্ধিক্ষণে কবি শ্রীজাতর দ্বিতীয় ছবির পরিকল্পনার কথা জানা গেল। তাঁরই লেখা গানের অনুসরণে ছবির নাম ঠিক হয়েছে ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’

কলকাতা, ২জানুয়ারী – তিনি ফিল্ম পরিচালনায় হাত দিতে চলেছেন, যখন জানা গিয়েছিল, পাঠক ও দর্শকমহলে আলোড়ন সৃষ্টি হয়েছিল। নতুন বছরের দোরগোড়ায়, ৬ জানুয়ারি তাঁর পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর মুক্তি। তার আগেই বর্ষশেষের সন্ধিক্ষণে কবি শ্রীজাতর দ্বিতীয় ছবির পরিকল্পনার কথা জানা গেল। তাঁরই লেখা গানের অনুসরণে ছবির নাম ঠিক হয়েছে ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ ছবির সূত্রে যে গান আজও শ্রোতাদের মুখে মুখে ঘোরে। শ্রীজাতর দ্বিতীয় ছবির কেন্দ্রে দু’জন চরিত্র। তাদের পাশাপাশি আরও দু’টি বিষয় এই ফিচার ফিল্মে চরিত্র হয়ে উঠবে। একটি হল ট্রাম, অন‌্যটি কলেজ স্ট্রিট বইপাড়া। ছবির চিত্রনাট্যে একজন কবির জীবন-সফর ওতপ্রোতভাবে জড়িয়ে। এখন লেখালিখির কাজ চলছে। সম্পন্ন না হওয়া পর্যন্ত ছবির বিষয় সম্বন্ধে এর চেয়ে বেশি ভাঙতে চাইলেন না পরিচালক।