যাত্রা শুরু বিলাসবহুল প্রমোদ তরীর  

Written by SNS January 13, 2023 4:44 pm
উত্তরপ্রদেশ,১৩ জানুয়ারী — প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের সূচনা হলো আজ। উত্তর প্রদেশের বারানসী থেকে এই প্রমোদতরীর উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। আন্তর্জাতিক মানের বিলাসবহুল এই রিভার ক্রুস নদীপথে পাড়ি দেবে ৩ হাজার  ২০০ কিলোমিটার , সময় লাগবে ৫১ দিন।

 ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী ক্ষেত্র বারাণসী থেকে গঙ্গা রিভার ক্রুজএর উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ১ মার্চ অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল এই ক্রুজ নির্দিষ্ট পথ পেরিয়ে বাংলাদেশে যাবে, সেখান থেকে পৌঁছবে অসম। এই যাত্রাপথে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থান  ছুঁয়ে যাবে এই ক্রুজ ।  

যাত্রাপথে প্রতিবেশী দেশ বাংলাদেশেও যাবে গঙ্গা বিলাস। যাত্রাপথএ  ছুঁয়ে যাবে সুন্দরবন , কাজিরাঙা, মায়াপুর, বান্ডেল, চন্দননগর , মুর্শিদাবাদ।রাজকীয় এই ক্রুজ বিশ্বের সবথেকে  বড়ো  ক্রুজ।