• facebook
  • twitter
Friday, 13 December, 2024

পণ না পেয়ে বিদ্যুতের শক দিয়ে বধূকে খুন করল স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা

কটক, ২ জানুয়ারি– পৃথিবী যতই এগোক। নারী শক্তির জয়গান পৃথিবী জুড়ে কিন্তু তবুও নারী সেই পনেই বাধা। পণ না দিলে এখনো সেই নারীকে খুন করতে একবারও ভাবে না তার স্বামী-শাশুড়ি। এই ঘটনারই আরেক উদাহরণ পাওয়া গেল নারী ওড়িশার ঢেঙ্কানল জেলায়। পণ না দেওয়ায় মহিলাকে বিদ্যুতের শক দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘর থেকে উদ্ধার করা

কটক, ২ জানুয়ারি– পৃথিবী যতই এগোক। নারী শক্তির জয়গান পৃথিবী জুড়ে কিন্তু তবুও নারী সেই পনেই বাধা। পণ না দিলে এখনো সেই নারীকে খুন করতে একবারও ভাবে না তার স্বামী-শাশুড়ি। এই ঘটনারই আরেক উদাহরণ পাওয়া গেল নারী ওড়িশার ঢেঙ্কানল জেলায়। পণ না দেওয়ায় মহিলাকে বিদ্যুতের শক দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘর থেকে উদ্ধার করা হয়েছে মহিলার ঝুলন্ত দেহ। 

রবিবার পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। নিহতের বাপের বাড়ির অভিযোগ, তাঁকে বিদ্যুতের শক দিয়ে খুনের পর দেহ সিলিং ফ্যানে ঝোলানো হয়েছে। নিহত মহিলার নাম সাহারিকা মাহাকুদ। ২০২১ সালের ৭ জুলাই তাঁর সঙ্গে রথিকান্ত ভুটিয়া নামে এক যুবকের বিয়ে হয়।

বিয়ের সময় গয়না-সহ নগদ টাকা পণ হিসাবে রথিকান্তকে দেয় সাহারিকার পরিবার। অভিযোগ, বিয়ের পর আরও পণের দাবিতে সাহারিকার উপর তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা অত্যাচার চালাতেন। পরিকল্পিত করে মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তাঁর বাপের বাড়ির সদস্যরা।