• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যোগেশচন্দ্রের অভিযুক্ত পাঁচ প্রাক্তন পড়ুয়ার ক্ষেত্রেও কঠোর অবস্থান উচ্চ আদালতের 

কলকাতা, ৯ অক্টোবর – যোগেশচন্দ্র চৌধুরী আইন মহাবিদ্যালয়ের  অভিযুক্ত পাঁচ প্রাক্তন পড়ুয়ার ক্ষেত্রেও  কঠোর অবস্থান নিল কলকাতা হাই কোর্ট।   অধ্যক্ষকে আগেই সরিয়ে দেওয়া হয়। এবার প্রাক্তন পাঁচ ছাত্র-ছাত্রীকে আগামী ৬ মাস কলেজে ঢুকতে নিষেধ করল হাইকোর্টের একক বেঞ্চ। যোগ্যতা না থাকা সত্ত্বেও মানিক ভট্টাচার্যকে যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়।

ফাইল চিত্র

কলকাতা, ৯ অক্টোবর – যোগেশচন্দ্র চৌধুরী আইন মহাবিদ্যালয়ের  অভিযুক্ত পাঁচ প্রাক্তন পড়ুয়ার ক্ষেত্রেও  কঠোর অবস্থান নিল কলকাতা হাই কোর্ট।   অধ্যক্ষকে আগেই সরিয়ে দেওয়া হয়। এবার প্রাক্তন পাঁচ ছাত্র-ছাত্রীকে আগামী ৬ মাস কলেজে ঢুকতে নিষেধ করল হাইকোর্টের একক বেঞ্চ। যোগ্যতা না থাকা সত্ত্বেও মানিক ভট্টাচার্যকে যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলার শুনানি পর্বেই গত সপ্তাহে বর্তমান অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কাকে সরিয়ে দেয় আদালত। মামলাকারী প্রাক্তন পাঁচ পড়ুয়ার বিরুদ্ধেও অভিযোগ করেন। মামলাকারীর বক্তব্য ছিল, সুনন্দা গোয়েঙ্কার মদতে এই পাঁচজন বেআইনিভাবে ছাত্র ভর্তি করেন । সেই মামলায় এদিন চারু মার্কেট থানাকে আদালত নির্দেশ, আগামী ৬ মাস তাঁরা কেউ যেন কলেজের ত্রিসীমানায় না ঢুকতে পারেন। এই পাঁচজনের তালিকায় রয়েছেন মহম্মদ সাবির আলি, যিনি যোগেশ চন্দ্র ডে কলেজের ছাত্র ছিলেন। এছাড়াও রয়েছেন  চারজন। 

অন্যদিকে একক বেঞ্চের নির্দেশে এদিন যোগেশ চন্দ্র ল’ কলেজের নতুন টিচার ইনচার্জ করা হয় প্রফেসর মাজুল হককে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। অধ্যক্ষের ঘরের সিল হওয়া তালা খোলার সময় প্রাক্তন অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কাকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। উপস্থিত থাকতে হবে আদালত নিযুক্ত স্পেশাল অফিসারকেও। 

Advertisement

Advertisement