• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিজেরাই হাঁড়িকাঠ বানিয়ে মাথা উৎসর্গ করলেন দম্পত্তি

ভদোদরা, ১৭ এপ্রিল– নিজেরাই হাঁড়িকাঠ প্রস্তুত করলেন। সামাজিক রীতি অনুসরণ করতে গিয়ে নিজেদের বলি দিলেন দম্পতি। তার পর নির্দ্বিধায় তার নীচে মাথা রেখে নিজেদের উৎসর্গ করলেন। বলির পর দম্পতির দেহের পাশে মিলল সুইসাইড নোট। ঘটনাটি গুজরাতের রাজকোট জেলার। মৃতেরা হলেন হেমুভাই মাকোয়ানা (৩৮) এবং তাঁর স্ত্রী হংসবেন (৩৫)। শনিবার রাতে উৎসব উপলক্ষে বলির যন্ত্রে নিজেরাই নিজেদের মাথা

ভদোদরা, ১৭ এপ্রিল– নিজেরাই হাঁড়িকাঠ প্রস্তুত করলেন। সামাজিক রীতি অনুসরণ করতে গিয়ে নিজেদের বলি দিলেন দম্পতি। তার পর নির্দ্বিধায় তার নীচে মাথা রেখে নিজেদের উৎসর্গ করলেন। বলির পর দম্পতির দেহের পাশে মিলল সুইসাইড নোট।

ঘটনাটি গুজরাতের রাজকোট জেলার। মৃতেরা হলেন হেমুভাই মাকোয়ানা (৩৮) এবং তাঁর স্ত্রী হংসবেন (৩৫)। শনিবার রাতে উৎসব উপলক্ষে বলির যন্ত্রে নিজেরাই নিজেদের মাথা কেটেছেন তাঁরা। রবিবার পুলিশ গিয়ে তাঁদের দেহ উদ্ধার করে।

Advertisement

সাব ইনস্পেক্টর ইন্দ্রজিৎসিন জাডেজা জানান, ঈশ্বরের উদ্দেশে দম্পতি নিজেদের বলি দিয়েছেন। নিজেরাই বাড়িতে তাঁরা বলির যন্ত্র প্রস্তুত করেছিলেন। তার পর তাতে মাথা রেখেছেন। এমন ভাবে গোটা প্রক্রিয়াটির পরিকল্পনা করা হয়েছিল যে, যন্ত্রের ঘায়ে মাথা কেটে সঙ্গে সঙ্গে তা গড়িয়ে যাবে সামনে রাখা যজ্ঞের বেদীতে। সেখানে যে আগুন জ্বলবে, সেই আগুনে পুড়ে যাবে মাথা দু’টি। পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে।

Advertisement

Advertisement