পরিস্তিতি বেসামাল আঁচ করেই শেষে NIA তদন্তে আপত্তি নেই জানালেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে কটাক্ষ দিলীপের  

Written by SNS May 17, 2023 4:29 pm

মুর্শিদাবাদ,১৭ মে — এগরায় বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের  ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছে সিপিএম ও বিজেপি।সেখানে নাকি অবৈধ ভাবে বাজির আড়ালে চলতো বোমা তৈরির কাজ।ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।

শেষমেশ সবার NIA তদন্ত এর দাবি দেখে মুখ্যমন্ত্রীর ও এই তদন্তে  আপত্তি নেই, বলে দিয়েছেন তিনি । আর এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বললেন, ‘ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। মুখ্যমন্ত্রী জানেন, এটা নিয়ে কেউ না কেউ কোর্টে যাবে। কোর্ট সঙ্গে সঙ্গে NIA তদন্তের আদেশ দেবেই। তাই কানমোলা খাওয়ার আগে উনি নিজেই স্বীকার করেছেন, NIA হলে আপত্তি নেই। যদি উনি সত্যিই চান, তাহলে নিজে থেকে NIA তদন্ত চাইছেন না কেন? ওনার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লেখা উচিত, যে এর তদন্ত হওয়া উচিত। ‘