শুভেন্দুর বক্তৃতায় উত্তপ্ত বিধানসভা , শুভেন্দুর হয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী 

Written by SNS February 13, 2023 4:11 pm

কলকাতা , ১৩ ফেব্রুয়ারি — সোমবার বিঘ্নিত হয় বিধানসভার অভ্যন্তরীন পরিবেশ। বিধানসভায় শুভেন্দু কয়েক মিনিট বলার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়।পরিস্তিতি এতটাই বেসামাল হয়ে যায় যে, দেখা যায় বিরোধী দলনেতার আসন ছেড়ে শুভেন্দু এগিয়ে যাচ্ছেন স্পিকারের দিকে। এই নিয়ে যখন তুলকালাম কাণ্ড চলছে তখন মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশে বলেন, ‘বিরোধী দলনেতার আচরণের জন্য আমি ক্ষমা চাইছি।’

বিধানসভায় শুভেন্দু বক্তৃতা করার সময়ে এমন শব্দ বলেন, যে তাতে বাধা দেন স্পিকার। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, ওই শব্দ প্রত্যাহার করতে হবে। এরপরেই হট্টগোল শুরু হয় বিধানসভায়।

বিরোধী দলনেতার উদ্দেশে স্পিকার বলেন, স্বাধিকারভঙ্গের নোটিস আনবেন। এও বলেন, আইনানুগ ব্যবস্থা নেবেন। এরপর দেখা যায়, শুভেন্দু বিধানসভা কক্ষে স্লোগান দিচ্ছেন। তাঁর সঙ্গে গলা মেলাতে মেলাতে বিজেপি পরিষদীয় দল ওয়েলে নেমে আসে। তারপর তাঁরা ওয়াক আউট করে বেরিয়ে যান।