• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

‘আপনি মরে গেলেও আমাদের কিছু যায় আসে না’

দিল্লি, ১৩ সেপ্টেম্বর– ঋণের টাকা শোধ করতে না পারায় দেশের শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট । সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে স্পাইসজেটের চেয়ারম্যান ও এমডি অজয় সিংকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘আপনি মরে গেলেও আমাদের যায় আসে না।’ উল্লেখ্য, বিমানের ইঞ্জিন, মডিউল, যন্ত্রাংশ এবং যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য সুইজারল্যান্ডের এসআর টেকনিক্সের

দিল্লি, ১৩ সেপ্টেম্বর– ঋণের টাকা শোধ করতে না পারায় দেশের শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট । সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে স্পাইসজেটের চেয়ারম্যান ও এমডি অজয় সিংকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘আপনি মরে গেলেও আমাদের যায় আসে না।’

উল্লেখ্য, বিমানের ইঞ্জিন, মডিউল, যন্ত্রাংশ এবং যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য সুইজারল্যান্ডের এসআর টেকনিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্পাইসজেট। এয়ারলাইন পরিচালনার জন্য যা ছিল অপরিহার্য। এই কাজের জন্য ৪ কোটি টাকার বেশি ঋণ নিয়েছিল স্পাইসজেট। সুদে আসলে সেই টাকা ৮ কোটি ছাড়িয়েছে। কিন্তু সেই টাকা শোধ দিতে ব্যর্থ হয় স্পাইসজেট।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আশানুদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চে হাজিরা দেন অজয় সিং। এই মামলায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরা। বলেন, ‘আপনি যদি ঋণের টাকা শোধ না করেন, তবে আপনাকে তিহাড় জেলে পাঠাব। রোজ রোজ একই জিনিস ভাল লাগে না।’ এরপরই বিচারপতির মুখে শোনা যায়, ‘যদি কোম্পানি বন্ধও হয়ে যায় তাতেও আমরা উদ্বিগ্ন নই।’

২০১১ সালের ২৪ নভেম্বর, স্পাইসজেট ও সুইস কোম্পানি ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। স্পাইসজেটের বিমানগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওই সুইস কোম্পানির ওপর। গত ২৫ জুলাই, আদালত দুই পক্ষের মধ্যে সম্মত শর্তাবলী অনুযায়ী ক্রেডিট সুইসকে অর্থ প্রদানের জন্য স্পাইসজেটকে অতিরিক্ত সময় দিয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যেও টাকা মেটাতে পারল না স্পাইসজেট।

তারপরই স্পাইসজেটের বিরুদ্ধে ‘আদালত অবমাননা’র মামলা দায়ের হয়। স্পাইসজেট একটি বিবৃতিতে বলেছে, ‘স্পাইসজেট আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে। ক্রেডিট সুইস মামলায় আদালতের সমস্ত নির্দেশাবলী এবং বাধ্যবাধকতা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আদালতের নির্দেশ অনুসারে পুরো টাকা প্রদান করবে।’

সোমবার আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন অজয় সিং এবং স্পাইসজেটের সচিব। এদিনই তাঁদের ঋণের টাকা মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই টাকা মেটানো হয়নি বলে খবর। আগামী ২২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।