• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রণবীর কাপুর অভিনীত রামায়ণে হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে!

মুম্বাই:- আদি পুরুষের পর আবার রামায়ণ হতে চলেছে। এবার এই মেগা প্রোজেক্টে অভিনয় করতে দেখা যাবে অনেক জনপ্রিয় তারকাদের। বলি তারকা রণবীর কাপুরকে দেখা যাবে রামায়ণে। রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দক্ষিনী তারকা সাই পল্লবীকে। সূত্রের খবর, শোনা যাচ্ছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে

মুম্বাই:- আদি পুরুষের পর আবার রামায়ণ হতে চলেছে। এবার এই মেগা প্রোজেক্টে অভিনয় করতে দেখা যাবে অনেক জনপ্রিয় তারকাদের। বলি তারকা রণবীর কাপুরকে দেখা যাবে রামায়ণে। রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দক্ষিনী তারকা সাই পল্লবীকে। সূত্রের খবর, শোনা যাচ্ছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। অগাস্ট মাস পর্যন্ত চলবে শ্যুটিং। তারপরেই শুরু হয়ে যাবে পোস্ট প্রোডাকশন। যেমন আদিপুরুষে রাবণের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল সইফ আলি খানকে। রণবীর কাপুরের রামায়ণে রাবণের ভূমিকায় দেখা যাবে কেজিএফ খ্যাত যশকে। আবার জানা গিয়েছে, হনুমানের ভূমিকায় নাকি অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে। সূত্রের খবর, নীতিশ তিওয়ারি জানিয়েছেন সানি দেওলকে নাকি হনুমানের ভূমিকায় প্রস্তাব দেওয়ার পর ভীষণভাবে নাকি তিনি আগ্রহ দেখিয়েছেন। সম্প্রতি গদর-২র বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছে। গদর এক প্রেম কথার পর প্রায় ১৩ বছর পর ছবিটি মুক্তি পেয়েছে গদর-২। তার পরেই একের পরে এক ছবির অফার আসতে শুরু করেছে সানি দেওলের কাছে। এবার নাকি রামায়ণে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, রণবীর সিং নাকি রামায়ণের অভিনয় করার জন্য রীতিমতো নিরামিষ খাবার খেতে শুরু করেছেন। তিনি মদ এবং মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। কঠোর সংযম করেন। তাহলে নাকি রামের ভূমিকায় ঠিক মতো অভিনয় করতে পারেন। কারণ রামায়ণের প্রথম পর্বে রাম-সীতা কেন্দ্রীয় তৈরি করা হবে। সেকারণে রামের চরিত্রের উপরে বেশি জোর দিচ্ছেন পরিচালক।

Advertisement

Advertisement