এগরায় শুভেন্দু , পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করলেন বিরোধী দলনেতা

Written by SNS May 17, 2023 2:26 pm
 এগরা , ১৭ মে – এগরার বিস্ফোরণকাণ্ডে   রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  বুধবার সকালে এগরায় পৌঁছন শুভেন্দু।  সেখানে গিয়ে  গিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বলি, শুধু বাজি কারখানাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সাপ্লাই করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল। আর আপনার পুলিশ প্রতি মাসে এখান থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে যেতেন।’’
নিহতদের দেহ ময়নাতদন্তের পর যাতে সৎকার হয়, তার জন্য বিজেপির পঞ্চায়েত সদস্যকে ভার দেন শুভেন্দু। তাঁর দাবি, মৃতদের পরিবারকে অন্তত ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তাছাড়া বিজেপির তরফেও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। মৃতদের পরিবারের সামনে দাঁড়িয়ে শুভেন্দু এ-ও অভিযোগ করেন, ‘‘প্রমাণ লোপাট করছে রাজ্য পুলিশ। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। সেন্ট্রাল ফরেন্সিক দলকে দিয়ে তদন্ত হোক। নইলে সব প্রমাণ মমতার পুলিশ লোপাট করবে। 

মঙ্গলবার ভানু বাগ নামে এক ব্যবসায়ীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।  এই ঘটনায় নিহত হন ৯ জন। আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজি কারখানার মালিক ভানু এখন ‘পলাতক’। শুভেন্দুর অভিযোগ, ভানু  তৃণমূলের একজন বড় নেতা। মৃতের আত্মীয়দের সঙ্গে দেখা করে শুভেন্দু এদিন এই ঘটনার  এনআইএ তদন্ত দাবি করেন।  রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘‘ভানু বাগ তৃণমূলের এক জন বড় নেতা। ২০১৩ সালে তিনিপঞ্চায়েতের সদস্য ছিলেন। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ শুভেন্দুর দাবি, ‘‘আগেও ওই জায়গায় এমন ঘটনা ঘটেছে। ৫ জনের মৃত্যু হয়েছে। তার থেকেও শিক্ষা নেয়নি।’’ শুভেন্দু জানান, সরকার যে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তা যথেষ্ট নয়। তাঁর দাবি , ‘‘এটা ভারত সরকারের টাকা।’’ মৃতদের পরিবারের উদ্দেশে বিজেপি নেতার পরামর্শ, ‘‘আপনারা কোনো এমএলএ অফিস, পার্টি অফিস থেকে চেক নেবেন না। গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেয়, তবেই তা গ্রহণ করবেন।’’

শুভেন্দু পূর্ব মেদিনীপুরের এগরার বাজি কারখানায় বিস্ফোরণের সঙ্গে বীরভূমের বগটুই কাণ্ডের তুলনা করেন শুভেন্দু । শুভেন্দুর অভিযোগ, ‘‘এই মৃত্যুর জন্য পুলিশমন্ত্রী দায়ী। তাঁর প্রশাসন দায়ী। তাঁর বিরুদ্ধে লড়াই হবে। তিনি জানান , দু’তিন দিনের মধ্যে এগরায় মহামিছিলের ডাক দেওয়া হচ্ছে , যেখানে ২৫ হাজার লোক রাস্তায় হাঁটবেন। দাবি , পুলিশমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং এনআইয়ের তদন্ত।