জাকার্তা , ১৪ এপ্রিল – শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে যার ম্যাপ ছিল ৭। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা অনুযায়ী , শুক্রবার স্থানীয় সময় ৩টে বেজে ২৫ মিনিটে জাভার উত্তর উপকূলে এই ভূমিকম্প হয়। উত্সস্থল তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তরে, সাগরের নীচে। সমুদ্রের নীচে ভূমিকম্প হলে সাধারণত সুনামির আশঙ্কা থাকে। তবে, ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ৫৯৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উত্স হওয়ায় সুনামি আসার কোও সম্ভাবনা নেই। সংবাদ সংস্থা রয়টার্সকে সেই দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ওই মুখপাত্র বলেন, “ভূমিকম্পটি খুব গভীরে সৃষ্ট হওয়ায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির উপর নজর রাখছি।”
Advertisement
Advertisement



