দুর্নীতির নেপথ্যে কমিশনেরই কিছু আধিকারিকের ভূমিকা আছে, আদালতে স্বীকার করল এসএসসি 

Written by SNS March 3, 2023 3:44 pm
কলকাতা,৩ মার্চ — আদালতে এসএসসি জানিয়েছে ওএমআর শিট অদল বদল করার নেপথ্যে কমিশনেরই কিছু আধিকারিকের ভূমিকা রয়েছে। কমিশনের এই স্বীকারোক্তিতে বিস্মিত হলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি জানিয়েছে, গ্রুপ সি নিয়োগে পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর আসল ওএমআর শিটে একরকম এবং কমিশনের কাছে আরএকরকম রয়েছে।  শুনে বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায় অবিলম্বে ওই উত্তরপত্র প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসিকে। একই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, এই দুর্নীতির গভীরে যেতে এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং অন্যান্যদের বারবার জেরা করা দরকার।
 
শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি চলছিল স্কুলের গ্রুপ সি কর্মী নিয়োগের মামলার। সেখানেই এসএসসির আইনজীবীর বক্তব্য শুনে বিস্মিত হন বিচারপতি। এসএসসি আদালতে হলফনামা দিয়ে জানায়, আড়ালে থাকা উত্তরপত্র এবং কমিশনের কাছে থাকা নম্বরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গ্রুপ সি নিয়োগের পরীক্ষার খাতা দেখার দায়িত্বে ছিল গাজিয়াবাদের সংস্থা নাইসা। এসএসসি জানিয়েছে, নাইসা-র সার্ভারে যেখানে গ্রুপ সি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ৪০ দেখানো হয়েছে। সেখানে কমিশনের ওয়েবসাইটে তা কমে দাঁড়িয়েছে ১০ নম্বরে। কী করে হল এই নম্বর বদল? তারও ব্যাখ্যা দিয়েছে এসএসসি। হলফনামায় তারা জানিয়েছে, কমিশনের পূর্বতম আধিকারিকেরাই হয়তো অযোগ্যদের নিয়োগ করতে এমনটা করে থাকতে পারে। এসএসসি-র এই স্বীকারোক্তিতে চমকে গিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।