• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাবাকে হাতুড়ি মেরে খুন করে দেহ টুকরো করে স্যুটকেসে ভরে রাস্তায় ফেলে দিয়ে এল ছেলে

লখনউ, ১৩ মার্চ– সম্পত্তির লোভ এমন জায়গায় পৌছালো যে নিজের ৬২ বছরের বাবাকেই হাতুড়ি দিয়ে মেরে খুন করল এক ব্যক্তি। শুধু তাই নয়, বাবার দেহ টুকরো টুকরো করে কেটে একটি স্যুটকেসে ভরে ফেলে দিয়ে এল অন্য জায়গায়। শনিবার রাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তিওয়ারিপুর থানার সুরজ কুণ্ড এলাকার এই ঘটনায় অভিযুক্ত ছেলে সন্তোষ কুমার গুপ্তা ওরফে প্রিন্সকে

লখনউ, ১৩ মার্চ– সম্পত্তির লোভ এমন জায়গায় পৌছালো যে নিজের ৬২ বছরের বাবাকেই হাতুড়ি দিয়ে মেরে খুন করল এক ব্যক্তি। শুধু তাই নয়, বাবার দেহ টুকরো টুকরো করে কেটে একটি স্যুটকেসে ভরে ফেলে দিয়ে এল অন্য জায়গায়।

শনিবার রাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তিওয়ারিপুর থানার সুরজ কুণ্ড এলাকার এই ঘটনায় অভিযুক্ত ছেলে সন্তোষ কুমার গুপ্তা ওরফে প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাবা মুরলীধর গুপ্তার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল ৩০ বছর বয়সি প্রিন্সের। শনিবার রাতে প্রিন্স এবং মুরলীধর ছাড়া আর কেউ ছিলেন না বাড়িতে। সেই সময় ফের ঝামেলা শুরু হয় দুজনের মধ্যে। অশান্তির মধ্যেই রাগের মাথায় একটি হাতুড়ি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে প্রিন্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের।এরপর দাদা প্রশান্ত গুপ্তার ঘর থেকে একটি খালি স্যুটকেস নিয়ে আসে প্রিন্স। বাবার মৃতদেহ টুকরো করে কেটে সেই স্যুটকেসে ভরে সেটি বাড়ির পিছনে একটি রাস্তায় ঝোপের মধ্যে লুকিয়ে রেখে আসে সে।

Advertisement

Advertisement

Advertisement