• facebook
  • twitter
Monday, 15 December, 2025

অভ্রজিৎ-এর ঘরে নতুন অতিথি  

কলকাতা : বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। সোমবার সকালে অভ্রজিৎ ও তাঁর স্ত্রী রিনিকা সাহার কোল জুড়ে এল ফুটফুটে পুত্র সন্তান। সোশ্য়াল মিডিয়ার হাত ধরে নিজেই সেই সুখবর দিলেন অভ্রজিৎ। তিনি লিখলেন, ‘সকালে আমাদের ঘরে এক পুত্র সন্তান এসেছে, আমরা আশীর্বাদ ধন্য।’ মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন, জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি শুভেচ্ছা বার্তার

কলকাতা : বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। সোমবার সকালে অভ্রজিৎ ও তাঁর স্ত্রী রিনিকা সাহার কোল জুড়ে এল ফুটফুটে পুত্র সন্তান। সোশ্য়াল মিডিয়ার হাত ধরে নিজেই সেই সুখবর দিলেন অভ্রজিৎ। তিনি লিখলেন, ‘সকালে আমাদের ঘরে এক পুত্র সন্তান এসেছে, আমরা আশীর্বাদ ধন্য।’ মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন, জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি শুভেচ্ছা বার্তার জন্য সকলকে ধন্যবাদ জানান অভিনেতা।

অভ্রজিতের স্ত্রী রিনিকা ধারাবাহিকে সহ পরিচালনা করেন। সিরিয়ালের সেট থেকেই দু’জনের আলাপ, বন্ধুত্ব ও প্রেম। গত বছরই বিয়ে করেন দুজনে। আর এবার বছর ঘুরতেই সংসারে নতুন সদস্য।

Advertisement

‘কে আপন কে পর’, ‘অনুরাগের ছোঁয়া’র পাশাপাশি ‘এই পথ যদি না শেষ হয়’, গ্রামের রাণী বীণাপাণি-র মতো অসংখ্য জনপ্রিয় মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা নিলেছে অভ্রজিতের। সম্প্রতি জিতের ‘চেঙ্গিজ’ ছবিতেও অভিনয় করেছেন অভ্রজিৎ।

Advertisement

Advertisement