জলপথে ২০০ কোটি টাকার মাদক সহ ধৃত ছয় পাকিস্তানি

Written by SNS September 14, 2022 4:50 pm

ভাদোদারা, ১৪ সেপ্টেম্বর– প্রায় ২০০ কোটির মাদক সহ গুজরাটের উপকূল থেকে ছয় পাকিস্তানিকে গ্রেফতার করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। জানা গিয়েছে, ওই মাদক নিয়ে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে দিতে চেয়েছিল ধৃত  পাকিস্তানিরা। সেই জন্যই মাছ ধরার নৌকা নিয়ে গুজরাট হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা।

গুজরাটের সন্ত্রাস দমন বিভাগ এবং ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তরফে যৌথ অভিযান চালিয়ে ওই ছয় পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের জলসীমার ছয় মাইল ভিতরে পাকিস্তানি নৌকাটিকে পাওয়া গিয়েছে। জাখাউ উপকূলের কাছে আটক করা হয় নৌকাটিকে। সেখান থেকে প্রায় ৪০ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় ২০০ কোটি টাকা।” আপাতত জাখাউতে এনে পাক নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের অধিকাংশই হেরোইন। সম্ভবত পাঞ্জাবে পাচার করা হচ্ছিল ওই মাদক। আগে থেকেই উপকূল রক্ষা বাহিনীর কাছে তথ্য ছিল, ভারতে মাদক পাচারের চেষ্টা করছে পাকিস্তান।

প্রসঙ্গত, আগেও বেশ কয়েকবার বিদেশি মাদক বোঝাই নৌকা আটক করেছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী।