দিল্লি, ২৭ জুলাই – রক্ষাকবচ পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ থাকলে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সে ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দেওয়া এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন শুভেন্দু। তবে সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুনবে না। আগামী ৪ অগস্ট ওই মামলার শুনানি।
স্তুত ভোটের আগেই বিভিন্ন সভা থেকে শাসকদলের উদ্দেশে খোলা হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। তাঁকে বলতে শোনা গেছিল, পঞ্চায়েত ভোটে অনিয়ম দেখলে ভোটবাক্স জলে ফেলে দিন। পরেও তিনি বলেছেন, ‘যেখানে যেখানে ছাপ্পা ভোট হবে, সেখানে ব্যালট বাক্স নিয়ে পুকুরে ফেলে দিতে তো আমি বলে দিয়েছিলাম!’ বিতর্কিত এই মন্তব্যের জেরেই শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের হয়েছে ।
Advertisement
এর আগে গত ডিসেম্বরে বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চ শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল। শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ কোন কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছিল আদালত । তখন সমস্যায় পড়েছিল পুলিশ। তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ। সেক্ষেত্রে তাঁর স্বাধীনতায় হতক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।
Advertisement
Advertisement



