• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

এবার শপিংমলে ঢুকে গুলি চালিয়ে ৯ জনের প্রাণ নিল আততায়ী 

টেক্সাস, ৭ মে– এবার টেক্সাসের একটি শপিংমলে ঢুকে পড়ে একের পর এক গুলি চালাল আততায়ী । যে ঘটনায় রবিবার সকাল পর্যন্ত পাওয়া খবরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। যাদের বয়স পাঁচ বছরের কম। আমেরিকার স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। টেক্সাসের দালাস শহরের

টেক্সাস, ৭ মে– এবার টেক্সাসের একটি শপিংমলে ঢুকে পড়ে একের পর এক গুলি চালাল আততায়ী । যে ঘটনায় রবিবার সকাল পর্যন্ত পাওয়া খবরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। যাদের বয়স পাঁচ বছরের কম।

আমেরিকার স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। টেক্সাসের দালাস শহরের উত্তরপ্রান্তের একটি অভিজাত শপিংমলে বন্দুকবাজ হামলা চালায়। যাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়ঙ্কর হামলা বলে উল্লেখ করেছে টেক্সাস পুলিশ।

সপ্তাহ শেষে শপিংমলে অন্যদিনের চেয়ে লোকজন বেশি থাকে। বলা ভাল উইকএন্ড ডেস্টিনেশন হয়ে ওঠে। সেইরকমই ভিড়ে ভরা শপিংমলে এক যুবক ঢুকে গুলি চালাতে শুরু করে। কখনও শপিং জোনে, কখনও আবার ছুটে চলে যায় পার্কিং লটের দিকে।

টেক্সাস পুলিশ গোটা মলকে ঘিরে রেখেছে। ড্রোন ফুটেজে দেখা হচ্ছে কীভাবে এই হামলা হল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দুকবাজকে ধরা যায়নি। মনে করা হচ্ছে, শপিংমলের ভিতরেই সে হয়তো ঘাপটি মেরে রয়েছে।

মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলায় মৃত্যু প্রতিবছর হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২১ সালে স্কুল, শপিংমল, হাসপাতাল, স্টেশন, বাস টার্মিনাস—এইরকম জনবহুল জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছিল ৪৯ হাজার মানুষের। গত বছর ৪৫ হাজার মানুষ মার্কিন দেশে বন্দুকবাজের হামলায় মারা গিয়েছিল। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ২০২৩ সালে এখনও পর্যন্ত ২৭টি ছোট-বড় বন্দুক হামলার ঘটনা ঘটে গিয়েছে আমেরিকার নানান প্রান্তে।