• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

সাত রাজার ধন মানিক আঁকড়ে সর্পরাজ! পুরোহিতও জানেন না কেমন দেখতে গর্ভগৃহ, কেমন বিগ্রহ 

দেরাদুন, ৩১ অগাস্ট — উত্তরাখণ্ডের পাহাড়ি গ্রামে ছোট্ট মন্দির।সেই মন্দিরের ভেতরে কাউকে আজ পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয়নি কোনো ভক্তকে। মন্দিরের গর্ভগৃহ কেমন ,মন্দিরের ঠাকুরের মূর্তি কেমন সেটা পর্যন্ত কেউ জানেন না। বলা হয় উত্তরাখণ্ডের মাটিতে নন্দাদেবীর যে পবিত্র ধারা বয়ে চলেছে এ মন্দিরের সঙ্গে তার যোগ রয়েছে ষোলআনা এবং নন্দাদেবীর ভাই হলেন এই লাটু দেবতা। চামোলি জেলার লাটু দেবতার

দেরাদুন, ৩১ অগাস্ট — উত্তরাখণ্ডের পাহাড়ি গ্রামে ছোট্ট মন্দিরসেই মন্দিরের ভেতরে কাউকে আজ পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয়নি কোনো ভক্তকে। মন্দিরের গর্ভগৃহ কেমন ,মন্দিরের ঠাকুরের মূর্তি কেমন সেটা পর্যন্ত কেউ জানেন না। বলা হয় উত্তরাখণ্ডের মাটিতে নন্দাদেবীর যে পবিত্র ধারা বয়ে চলেছে এ মন্দিরের সঙ্গে তার যোগ রয়েছে ষোলআনা এবং নন্দাদেবীর ভাই হলেন এই লাটু দেবতা। চামোলি জেলার লাটু দেবতার মন্দিরের ভিতরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ।

এই মন্দিরের এক  আশ্চর্য নিয়ম আছেবলে জানা যায়সেটা হলো ভক্তরা যদি পুজো দিতে চান এই মন্দিরে তাহলে মন্দিরের গর্ভ গৃহ থেকে ৭৫ ফুট দূরে দাঁড়িয়ে পুজো দিতে হয় ,মন্দিরের কাছে যাওয়া একবারেই নিষিদ্ধ। এমনকি মন্দিরের পুরোহিত যখন মন্দিরে প্রবেশ করেন তখন তার চোখ বেঁধে দেয়া হয় যাতে মন্দিরের ভেতরের কোনোকিছুই তিনি দেখতে না পান ,বলা হয় এই মন্দিরে সয়ং সর্পরাজ বাস ,তিনি বহুমূল্যবান নাগমনি আগলে রেখেছেন এত বছর ধরে। আর সেই নাগমনির আলোর প্রকাশে যে কোনো মানুষের দৃষ্টিশক্তি চলে যেতে পারে বলে মানুষের ধারণা। তাই সেখানে প্রবেশ নিষেধ এবিং স্বয়ং পুরোহিতকেও চোখ বেঁধে প্রবেশ করানো হয়।