মুম্বাই, ৪ ডিসেম্বর – চার রাজ্যের মধ্যে ৩ রাজ্যেই গেরুয়া শিবিরের জয়জয়কার। আর তারই প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই লাফিয়ে বেড়েছে শেয়ার বাজার। সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স। নিফটিও বাড়ল ১ শতাংশ। সোমবার ৯০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের পরিমাণ। ইতিহাসে প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স। এক শতাংশ বেড়ে ২০ হাজারের সীমা পার করেছে নিফটিও। শেয়ার বাজারের এই উত্থানে লাভবান হয়েছে রিলায়্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মতো একাধিক ভারতীয় সংস্থা। একদিনের মধ্যেই ১ থেকে ৩ শতাংশ বেড়েছে তাদের শেয়ার। লাভের হাসি লগ্নিকারীদের মুখেও । ভারতীয়দের স্টকের মূল্য প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে খবর। স্মল ও মিডক্যাপে লগ্নিকারীদের লাভের পরিমাণও ১ শতাংশের কাছাকাছি পৌঁছয় ।
উল্লেখ্য, ২০২৪-এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছিল যুযুধান রাজনৈতিক দলগুলি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিধানসভায় বিজেপির একচ্ছত্র সাফল্য বিজেপির।
Advertisement
Advertisement
Advertisement



