রাজনৈতিক বিষয়ে সেমিনার, বিতর্কসভা নিষিদ্ধ হল বম্বে আইআইটির ক্যাম্পাসে

Written by SNS November 16, 2023 7:51 pm

মুম্বই, ১৬ নভেম্বর –  রাজনৈতিক বিষয়ের উপর কোনও সেমিনার, বিতর্কসভা বা বক্তৃতার আয়োজন করা যাবে না বম্বে আইআইটির ক্যাম্পাসে৷ এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করতে হলে পুলিশের আগাম অনুমতি নিতে হবে৷ ছাত্র, শিক্ষক-অশিক্ষকদের সংগঠনগুলিকে প্রতিবাদ সভা, বিক্ষোভ ইত্যাদির জন্যও পুলিশের অনুমতি নিতে হবে না৷  সর্বভারতীয় এই শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন৷ তাতে বলা হয়েছে, পঠনপাঠনের সঙ্গে সঙ্গতি আছে এমন বিষয়ের উপরই সেমিনার, বিতর্কসভা হওয়া বাঞ্ছনীয়৷ কর্তৃপক্ষ চায় না এমন বিষয়ে আলোচনা হোক যাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হতে পারে৷
উল্লেখ্য, বম্বে আইআইটির মানববিদ্যা ও সমাজ বিজ্ঞান বিভাগ গত সপ্তাহে প্যালেস্তাইন সংকট নিয়ে এক বক্তৃতার আয়োজন করেছিল৷ অনুষ্ঠানে অতিথি বক্তা প্যালেস্তাইনের উপর ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেন৷ ভাষণের কিছু অংশ এক পিএইচডি পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় ছডি়য়ে দিলে ক্যাম্পাসের মধ্যে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ আন্দোলন শুরু করে৷ তারা বিভাগীয় প্রধান অধ্যাপক শর্মিষ্ঠা সাহার পদত্যাগের দাবিতে সরব হয়৷ তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷ দেশদ্রোহী তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে জোরদার প্রচার৷ পাল্টা অধ্যাপক সাহার পক্ষে পথে নেমেছে ছাত্র-শিক্ষকদের মঞ্চ আম্বেদকর-পেরিয়ার-ফুলে স্টাডি সার্কেল৷  হিন্দুত্ববাদী সংগঠনগুলির মোকাবিলায় নেমেছে ছাত্র-শিক্ষকদের একাধিক মঞ্চ৷ চলছে তুমুল গোলমাল৷ প্রতিষ্ঠানের অধিকর্তা সুভাষ চৌধুরি চার সদস্যের কমিটি গডে়ছেন৷ তাঁর বক্তব্য, যে সেমিনার ঘিরে বিতর্ক তা যথাযথ নিয়ম মেনে হয়েছিল কিনা, কোথা থেকে গোলমালের সূত্রপাত ইত্যাদি খতিয়ে দেখবে কমিটি৷