• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

করণ জোহরের ছবি দিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছে সইফ পুত্র ইব্রাহিম খান!

মুম্বই:- করণ জোহরের ছবি দিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছে সইফ পুত্র ইব্রাহিম খান! সূত্রের খবর, করণ জোহরের ছবি দিয়েই তিনি নাকি বলিউডে পা রাখতে চলেছেন। এর আগে একাধিক তারকার পুত্র কন্যারা করণ জোহরের সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন। তার মধ্যে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডেরা রয়েছেন। এবার সইফ পুত্রকেও তিনিই বলিউডে নিয়ে আসতে

মুম্বই:- করণ জোহরের ছবি দিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছে সইফ পুত্র ইব্রাহিম খান! সূত্রের খবর, করণ জোহরের ছবি দিয়েই তিনি নাকি বলিউডে পা রাখতে চলেছেন। এর আগে একাধিক তারকার পুত্র কন্যারা করণ জোহরের সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন। তার মধ্যে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডেরা রয়েছেন। এবার সইফ পুত্রকেও তিনিই বলিউডে নিয়ে আসতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও সইফ কন্যা সারা আলি খান কিন্তু এখনও করঁণ জোহরের কোনও ছবিতেই অভিনয় করেননি। ছেলেকে বলিউডে আনার জন্য কেন করণ জোহরের সাহায্য নিচ্ছেন সইফ আলি খান এই নিয়ে নানা প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ছবির নাম হতে চলেছে সরজমিন। তাতে বোমন ইরানির ছেলে কায়োজ ইরানিও নাকি ডেবিউ করবেন। জানা গিয়েছে, ইব্রাহিমের বিপরীতে কোনও নায়িকা থাকবে না এই ছবিতে। ছবিতে  কাজলকেও অভিনয় করতে দেখা যাবে। আবার সইফ পুত্রের সঙ্গে টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সম্পর্কের একটা জল্পনা রয়েছে। তবে তারা কেউ এই নিয়ে কোনও কথা বলেননি। তবে করণ জোহর সইফ পুত্র ইব্রাহিম খানকে বলিউডে পাকাপোক্ত জায়গা করে দিতে চলেছেন তাতে কোনও সন্দেহ নেই।