• facebook
  • twitter
Friday, 13 December, 2024

বিদেশমন্ত্রীর নিরাপত্তা বাড়িয়ে দিল্লি পুলিশের পরিবর্তে নিয়োগ সিআরপিএফ

খালিস্তানিদের খুনের হুমকির পরই বাড়ল দিল্লি, ১৩ অক্টোবর–  ওয়াই থেকে জেড ক্যাটেগরিতে উন্নীত করা হল বিদেশমন্ত্রীর এস জয়শংকরের নিরাপত্তা৷ কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই জয়শংকরের উপরে হামলা হতে পারে, সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ এমনটাই জানা গেল কেন্দ্রের সূত্র মারফত৷ জানা গিয়েছে, গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ফলে

খালিস্তানিদের খুনের হুমকির পরই বাড়ল
দিল্লি, ১৩ অক্টোবর–  ওয়াই থেকে জেড ক্যাটেগরিতে উন্নীত করা হল বিদেশমন্ত্রীর এস জয়শংকরের নিরাপত্তা৷ কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই জয়শংকরের উপরে হামলা হতে পারে, সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ এমনটাই জানা গেল কেন্দ্রের সূত্র মারফত৷
জানা গিয়েছে, গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ফলে এবার থেকে জয়শংকরের নিরাপত্তার দায়িত্বে আর দিল্লি পুলিশ নয় থাকবে সিআরপিএফ৷ ১২ জনেরও বেশি সদস্যের সিআরপিএফ দল থাকবে জয়শংকরের নিরাপত্তার দায়িত্বে৷ দেশের যেকোনও প্রান্তেই এই নিরাপত্তা পাবেন ভারতের বিদেশমন্ত্রী৷
উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি  নেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই বিস্ফোরক মন্তব্যের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে৷ যদিও কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জয়শংকর, এমনটাই শোনা গিয়েছিল৷ তবে তার মধ্যেই কানাডায় একাধিক পোস্টার লাগিয়েছে খালিস্তানিরা৷ শিখদের শত্রু হিসাবে নরেন্দ্র মোদি, এস জয়শংকরের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে৷ পোস্টারে সাফ বার্তা, শিখের শত্রুদের নিকেশ করে দিতে হবে৷ এই পোস্টার প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ভারতের গোয়েন্দা বিভাগ৷ সূত্রের খবর, জয়শংকরের উপর হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই বাড়ানো হল বিদেশমন্ত্রীর নিরাপত্তা৷