জানুয়ারি থেকে শ্রীরামের বাণী দেশ জুড়ে প্রচারে নামছে RSS।

Written by SNS November 29, 2023 10:48 am

অযোধ্যা:- ডিসেম্বর শেষ হলেই শুরু হয়ে যাবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের তোরজোর। সেকারণে নতুন বছরের শুরুতেই বিশেষ প্রচারে নামছে আরএসএস। সূত্রের খবর, ১ জানুয়ারি থেকে রাম কথা শুরু করতে চলেছে তারা। শ্রীরামের বাণী তাঁরা ঘরে ঘরে প্রচার করবেন। প্রায় ১০ কোটি মানুষের কাছে শ্রীরামের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তাঁরা প্রচারে নামছেন বলে জানা গিয়েছে, ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রচার অভিযান। আরএসএস কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ঘরে ঘরে গিয়ে রামের কথা প্রচার করবেন তাঁরা। সূত্রের খবর, আগামী ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন রামমন্দির। ২২ জানুয়ারি হবে প্রাণপ্রতিষ্ঠা উৎসব। তার আগে থেকে রামকথা প্রচার করা শুরু হয়ে যাবে। ২০২৪-র লোকসভা ভোটের আগে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন বড় গেম চেঞ্জার হতে পারে মোদী সরকারের। সেকারণেই অযোধ্যাকে সামনে রেখে এক প্রকার লোকসভা ভোটের অর্ধেক প্রস্তুতি সেরে রাখতে চাইছে বিজেপি। ডিসেম্বরের শীতকালীন অধিবেশন শেষ হলেই এক কথায় লোকসভা ভোটের তোড়জোড় শুরু হয়ে যাবে। সেকারণে দফায় দফায় অযোধ্যা সফর করছেন যোগী আদিত্যনাথ। সড়ক থেকে শুরু করে পরিবহণ সবদিক দিয়ে অযোধ্যাকে সাজিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। সেদিকে বিশেষ নজর দিয়েছেন যোগী আদিত্যনাথ।