• facebook
  • twitter
Friday, 13 December, 2024

বিজেপির অস্বস্তি বাড়িয়ে ‘ রাহুলকে চিঠি রাম মন্দিরের প্রধান পুরোহিতের

দিল্লি, ৩ জানুয়ারি– বিজেপি হিন্দুত্ববাদী দল হিসেবেই পরিচিত। বাবরি মসজিদ থেকে রাম মন্দির, সবেতেই বিজেপির সক্রিয়তা সবার জানা। আবার রাজনীতেও নিজের সেই হিন্দু বিশ্বাসকে ধরে রাখতে ভোলে না বিজেপি। সেই রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ গান্ধি পরিবারকে তো হিন্দু হিসেবেই মনে করে না বিজেপি। সেই রাম মন্দিরের প্রধান পুরোহিতই এবার বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলে দিল। রাহুল গান্ধির

দিল্লি, ৩ জানুয়ারি– বিজেপি হিন্দুত্ববাদী দল হিসেবেই পরিচিত। বাবরি মসজিদ থেকে রাম মন্দির, সবেতেই বিজেপির সক্রিয়তা সবার জানা। আবার রাজনীতেও নিজের সেই হিন্দু বিশ্বাসকে ধরে রাখতে ভোলে না বিজেপি। সেই রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ গান্ধি পরিবারকে তো হিন্দু হিসেবেই মনে করে না বিজেপি। সেই রাম মন্দিরের প্রধান পুরোহিতই এবার বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলে দিল। রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’ উত্তরপ্রদেশে কংগ্রেসের যাত্রা ঢোকা মাত্র শুভকামনা জানিয়ে চিঠি লিখলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। যাত্রার সাফল্য কামনা ছাড়াও ‘ভারতের একতা’র মতো ‘মহৎ উদ্দেশ্যে’ যাত্রা করায় কংগ্রেস শীর্ষ নেতার ভূয়ষী প্রশংসা করলেন তিনি। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশানাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ওই চিঠি টুইট করে প্রকাশ্যে এনেছে।

মঙ্গলবার যোগীরাজ্যের গাজিয়াবাদ অতিক্রম করছে ভারত জোড়ো যাত্রা। দলের ছাত্র শাখার টুইটে দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস গত ৩১ ডিসেম্বরে রাহুল গান্ধী ওই চিঠি লিখেছেন। তিনি লেখেন, “যে লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন আপনি, আশা করি এবং প্রার্থনা করি তা সফল হবে। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।” সাদা কাগজে হাতে লেখা চিঠিতে সত্যেন্দ্র দাস আরও লিখেছেন, “মহৎ কাজ করছেন আপনি, সর্বজন হিতায়, সর্বজন সুখায়, সাধারণ মানুষের জন্যে, তাঁদের মুখে হাসি ফোটাতে। আশা করি ভগবান রামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।”

জানা গিয়েছে, গাজিয়াবাদে হাঁটার পর বাঘপতের মাভিকালা গ্রামে রাত কাটাবেন রাহুল এবং তাঁর সঙ্গীরা। জানুয়ারি ৪ তারিখে শামলি হয়ে হরিয়ানার দিকে রওনা দেবেন কংগ্রেস নেতা। আগামী ৫ জানুয়ারিতে হরিয়ানার ঢোকার কথা যাত্রার। তার আগে অযোধ্যার প্রধান পুরহিতের লিখিত শুভকামনা কংগ্রেসকে যেমন অনেকখানি রাজনৈতিক সুবিধা পাইয়ে দিল বলা বাহুল্য। তেমনই গেরুয়া শিবির তীব্র অস্বস্তির মধ্যে পড়ল।যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।