• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

শাহরুখের জওয়ান রিলিজের দিন মুক্তি পাবে রজনীকান্তের জেলর!

মুম্বাই:- শাহরুখের জওয়ান রিলিজের দিন মুক্তি পাবে রজনীকান্তের জেলর! ৭ই সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পেতে চলেছে জওয়ান। হিন্দি এবং তামিল দুই ভাষাতেই এই ছবিটি মুক্তি পাবে। তারই মধ্যে আবার রজনীকান্তের জেলরের ওটিটি প্লাটফর্মে মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। সূত্রের খবর, শাহরুখের জওয়ানের রিলিজের দিনেই ওটিটিতে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের জেলর। তামিলনাড়ুতে ব্যাপক সাড়া ফেলেছিল রজনীকান্তের

মুম্বাই:- শাহরুখের জওয়ান রিলিজের দিন মুক্তি পাবে রজনীকান্তের জেলর! ৭ই সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পেতে চলেছে জওয়ান। হিন্দি এবং তামিল দুই ভাষাতেই এই ছবিটি মুক্তি পাবে। তারই মধ্যে আবার রজনীকান্তের জেলরের ওটিটি প্লাটফর্মে মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। সূত্রের খবর, শাহরুখের জওয়ানের রিলিজের দিনেই ওটিটিতে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের জেলর। তামিলনাড়ুতে ব্যাপক সাড়া ফেলেছিল রজনীকান্তের জেলর। তামিলনাড়ুতে ৯০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল রজনীকান্তের এই ছবিটি। চার বছর পর রজনীকান্তকে দেখতে ভিঁড় উপচে পড়েছিল সিনেমাহল গুলিতে। এই সিনেমা এতোটাই হিট করেছে যে পরিচালক রজনীকান্তকে ১০০ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতায় পরিণত হয়েছেন রজনীকান্ত। সেই জেলর এবার হাতের মুঠোয় আসতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আগামী ৭ সেপ্টেম্বর সেটি ওটিটিতে দেখা যাবে। এবং তামিল ভাষাতেও মুক্তি পাবে। এদিকে ৮ সেপ্টেম্বর গোটা দেশে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি জওয়ান। ছবিটিতে দুই দক্ষিণী মেগা তারকাও রয়েছে। নয়নতারা এবং বিজয় থ্যালামূর্তি। চেন্নাইয়ে দিন কয়েক আগেই ছবিটির ট্রেলার রিলিজ হয়েছে। এদিকে আবার গদর-২ এখনও বক্স অফিসে বাজিমাত করেছে। একদিকে রজনীকান্তের জেলর আরেকদিকে সানি দেওলের গদর-২। ৭ তারিখ কি ঘটতে চলেছে তারই দিন গুনছেন দর্শকরা।