• facebook
  • twitter
Friday, 6 December, 2024

রাজস্থান উপনির্বাচনে ধাক্কা কংগ্রেসে, ৮ টিতে জয়ী গেরুয়া শিবির 

দিল্লি, ৯ মে – বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগেই বড় ধাক্কা খেল রাজস্থানের কংগ্রেস সরকার। রাজ্যের ১২টি উপনির্বাচনে ভাল ফল করল বিজেপি। সোমবার ফল প্রকাশের পর দেখা যায়, ১৪টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। কংগ্রেসের দখলে মাত্র ৪টি আসন। বিধানসভা নির্বাচনের আগেই এই ফলে স্বভাবতই খুশি বিজেপি শিবির। রাজস্থানের ১২টি জেলায় স্থানীয় পুর

দিল্লি, ৯ মে – বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগেই বড় ধাক্কা খেল রাজস্থানের কংগ্রেস সরকার। রাজ্যের ১২টি উপনির্বাচনে ভাল ফল করল বিজেপি। সোমবার ফল প্রকাশের পর দেখা যায়, ১৪টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। কংগ্রেসের দখলে মাত্র ৪টি আসন। বিধানসভা নির্বাচনের আগেই এই ফলে স্বভাবতই খুশি বিজেপি শিবির।

রাজস্থানের ১২টি জেলায় স্থানীয় পুর নিগমের ১৪টি আসনে উপনির্বাচন হয় রবিবার। পর দিন গণনার শেষে জানা যায়, নির্বাচনের আটটি আসন পেয়েছেন বিজেপি প্রার্থীরা। চারটি আসন কংগ্রেস। নির্দল প্রার্থীদের ২টি আসন। বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের বিরুদ্ধে জয় পেয়ে উল্লসিত গেরুয়া শিবির।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজস্থানে অন্তর্দ্বন্দ্বে ভুগছে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন শচীন পাইলট। সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে রাজস্থানে। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সামাল দেওয়া হয় কঠিন পরিস্থিতি। নির্বাচনের আগে রাজস্থানে কঠিন চ্যালেঞ্জের মুখে কংগ্রেস।