অযোধ্যায় মন্দির উদ্বোধনের আগে ১০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাতে পারে রেল!

Written by SNS December 11, 2023 10:47 am

কলকাতা:- জানুয়ারি মাসের শেষের দিকে উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দির। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যাকে। জানা গিয়েছে, দেশ-বিদেশের বহু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সচিন তেন্ডুলকার, রতন টাটা সহ একাধিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে অযোধ্যা বিমানবন্দর। এমনকি অযোধ্যা রেলস্টেশনেরও কাজ একেবারে শেষ পর্যায়ে। সূত্রের খবর, সে সময় অযোধ্যার জন্য বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে। মন্দির উদ্বোধনের আগে এক সপ্তাহ ধরে অযোধ্যার জন্য ১০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাতে পারে ভারতীয় রেল। এমনকি কয়েকটি রুট দিয়ে বন্দে ভারতও চালাতে পারে রেলমন্ত্রক। দেশের সব জোনকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে রেলমন্ত্রক। আর এরপরেই দেশের কোন রুটে কোন ট্রেন অযোধ্যায় যাবে তা জানানো হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, রেল মন্ত্রক বলছে, অযোধ্যা রেলস্টেশনের কাজ দুটি পর্যায়ে করা হচ্ছে। প্রায় ২৪০ কোটি টাকা ব্যয়ের প্রথম ধাপের কাজ এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। অন্যদিকে স্টেশনের সামনের গেট সুন্দর ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুরের পাথর দিয়ে তৈরি করা হচ্ছে। এই পাথরই রামলালার মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে।  জানা গিয়েছে, অন্যদিকে স্টেশনের মধ্যেও থাকবে আধুনিক সুবিধা। লিফট থেকে শুরু করে থাকবে বিশ্বমানের সমস্ত পরিষেবা। বলে রাখা প্রয়োজন, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষী থাকবে গোটা বিশ্ব।