রাহুলই বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ, দাবি কমলনাথের

Written by SNS December 31, 2022 11:58 am
দিল্লি, ৩১ ডিসেম্বর —  মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা অনেকদিন ধরেই বলছেন, ২০২৪-এ বিজেপি হারবে। তখন সবাই মিলে বসে ঠিক করে নেওয়া হবে কে হবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ আগে থেকে কাউকে যে প্রধানমন্ত্রী মুখ করে বিরোধী জোট হবে না তা স্পষ্ট। কিন্তু এর মধ্যেই বড় দাবি করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ।

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কমলনাথ বলেছেন, ‘রাহুল গান্ধীই হতে চলেছেন ২০২৪-এ বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ।’ তাঁর কথায়, ‘রাহুলের ভারতজোড়ো যাত্রা রাজনীতির ঊর্ধ্বে দেশ রক্ষার কর্মসূচি। এর মধ্যে ক্ষমতা দখলের মোহ নেই।’

সেইসঙ্গে তিনি এও বলেন, ‘রাহুল শুধু বিরোধীদের মুখ নন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সম্মিলিত বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হতে চলেছেন।’