তাঁর জীবনের এই সুখবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে খুশির আবহাওয়া। স্প্যানিশ তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সকলেই। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে শুরু করে নোভাক জোকোভিচ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন সকলেই। জোকোভিচ লেখেন, ‘এটা খুবই সুন্দর খবর। ওঁর স্ত্রী ও পুত্রের সুস্বাস্থ্য ও খুশি প্রার্থনা করি। বাবা হওয়া সত্ত্বেও আমি ওঁকে কোনও পরামর্শ দিতে চাই না। আমি নিশ্চিত ও খুবই অভিজ্ঞতা সম্পন্ন।’ ২০১৯ সালে ১৯ অক্টোবর ফ্রান্সিসকার সঙ্গে বিয়ে হয় তাঁর। গত জুন মাসে নাদাল নিজেই জানান যে, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। এতদিন পর সুখবর বয়ে নিয়ে এল তাঁর সন্তান। জানা গেছে, মলকরা দ্বীপের একটি ক্লিনিকে পুত্র সন্তানের জন্ম দেন নাদালের স্ত্রী।
Advertisement
Advertisement



