দোহা, ২৪ নভেম্বর – কাতারের নৌসেনার ৮ প্রাক্তন জওয়ানের মুক্তির আবেদনে সাড়া দিল স্থানীয় আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগে এই ৮ জনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। এরপর ভারতের তরফে সেই রায়ের বিরুদ্ধে নতুন করে আবেদন করা হয়। ভারতের আবেদন গ্রহণ করে সেই মামলা শুনতে রাজি হয়েছে কাতারের আদালত। ফলে, এখনই ওই অভিযুক্ত ৮ প্রাক্তন নৌসেনা অফিসারের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না।
কাতারের আদালত ফাঁসির সাজা দেওয়ার পর থেকেই তৎপর হয় বিদেশ মন্ত্রক। গত ২৬ অক্টোবর, ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত। সেই আদেশের বিরুদ্ধে আবেদন করা হবে বলে জানিয়েছিল ভারত সরকার। কূটনৈতিক স্তরে তৎপরতার পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আটক জওয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। ২৩ নভেম্বর, কাতারের আদালত ভারত সরকারের সেই আবেদন গ্রহণ করেছে।