• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

পুতিনের হার্ট অ্যাটাককে গুজব বলে ওড়াল ক্রেমলিন

মস্কো, ২৫ অক্টোবর– হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ সোমবার রাত থেকেই ভ্লাদিমির পুতিন সম্পর্কে এই গুঞ্জনে তোলপাড় গোটা বিশ্ব৷  অবশেষে পুতিনের অসুস্থতার খবর নিয়ে মুখ খুলল ক্রেমলিন৷ রাশিয়ার প্রেসিডেন্টের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরকে ‘বাজে গুজব’ বলে উড়িয়ে দিলেন ক্রেমলিনের মুখপাত্র৷  প্রেসিডেন্ট পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন, এমনটাই জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ৷ জেনেরাল এসভিআর নামক রাশিয়ার

মস্কো, ২৫ অক্টোবর– হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ সোমবার রাত থেকেই ভ্লাদিমির পুতিন সম্পর্কে এই গুঞ্জনে তোলপাড় গোটা বিশ্ব৷  অবশেষে পুতিনের অসুস্থতার খবর নিয়ে মুখ খুলল ক্রেমলিন৷ রাশিয়ার প্রেসিডেন্টের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরকে ‘বাজে গুজব’ বলে উড়িয়ে দিলেন ক্রেমলিনের মুখপাত্র৷  প্রেসিডেন্ট পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন, এমনটাই জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ৷
জেনেরাল এসভিআর নামক রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলেই প্রথম দাবি করে হূদরোগে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ রবিবার রাতে তিনি নাকি নিজের বেডরুমের মেঝেতে পডে়ছিলেন৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকও ডাকা হয়৷ চিকিৎসকরাই জানান, হূদরোগে আক্রান্ত হয়েছেন পুতিন৷
পুতিনের স্বাস্থ্য নিয়ে হাজারো প্রশ্ন উঠতেই মুখ খোলে ক্রেমলিন৷ জানানো হয়, ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন৷ কোনও রকমের শারীরিক অসুস্থতা বা অসুবিধা নেই তাঁর৷ একইসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এও জানান যে রাশিয়ার প্রেসিডেন্ট কোনও ‘বডি ডাবল’ ব্যবহার করেন না৷ এই ধরনের সমস্ত খবরকে তিনি গুজব বলেই উডি়য়ে দেন৷
প্রসঙ্গত, ৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুজব-জল্পনা রয়েছে৷ কখনও দাবি করা হয়, মারণ রোগে আক্রান্ত পুতিন, কখনও আবার তিনি স্নায়ুর সমস্যায় ভুগছেন বলেও দাবি করা হয়৷ যদিও কোনও খবরকেই শেষ অবধি সত্য বলে স্বীকার করেনি ক্রেমলিন৷ এবারও হৃদরোগের জল্পনা উডি়য়ে দেওয়া হল৷ রুশ প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেই জানানো হয় ক্রেমলিনের তরফে৷