• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অনলাইন গেমে সর্বনাশ, মেয়েকে খুন করে আত্মঘাতী রেলকর্মী

পুরুলিয়া,৫ ডিসেম্বর– রেলকর্মী অমর মোদকের সব ঠিকই চলছিল। কাল হল অনলাইন গেমের নেশা। তার সূত্রেই প্রচুর দেনা হয়েছিল বিভিন্ন লোকজনের কাছে। পাওনাদারদের ক্রমাগত তাগাদায় গত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন রেলে কর্মরত ওই ব্যক্তি। শেষে দেনার দায়ের মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন অমর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আদ্রায়। মৃত ব্যক্তির নাম অমর মোদক (৩৫)। তাঁর

পুরুলিয়া,৫ ডিসেম্বর– রেলকর্মী অমর মোদকের সব ঠিকই চলছিল। কাল হল অনলাইন গেমের নেশা। তার সূত্রেই প্রচুর দেনা হয়েছিল বিভিন্ন লোকজনের কাছে। পাওনাদারদের ক্রমাগত তাগাদায় গত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন রেলে কর্মরত ওই ব্যক্তি। শেষে দেনার দায়ের মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন অমর

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আদ্রায়। মৃত ব্যক্তির নাম অমর মোদক (৩৫)। তাঁর মেয়ের নাম অঙ্কিতা মোদক। রবিবার নিজেদের বাড়ি থেকেই বাবা ও মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অমরবাবুর রেলের গ্রুপ ডি-র কর্মী ছিলেন। 

মৃতের স্ত্রী যমা মোদক জানিয়েছেন, সম্প্রতি পাওনাদারদের আনাগোনা বেড়েছিল বাড়িতে। সেই নিয়েই মানসিক চাপে ভুগতেন অমরবাবু। এমনকী, মাঝে মাঝেই সপরিবারে আত্মহত্যা করার কথাও বলতেন তিনি।

Advertisement

Advertisement